৮ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ১৮ই জিলকদ, ১৪৪৪ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জেদ্দাস্থ কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর যাত্রীদের অননুমোদিত ও নিষিদ্ধ ব্যাগেজ না আনার আহ্বান জানিয়েছে।
সোমবার (২৪ এপ্রিল) বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের টুইটার অ্যাকাউন্টে এই ঘোষণা দিয়েছে।
মোট ৬ ধরণের ব্যাগপত্র বহনে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সেগুলো হলো—
১৯৮১ সালে চালু হওয়ার পর থেকে কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর সৌদি আরবের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমানবন্দর হয়ে উঠেছে। একই সাথে এটি সৌদি এয়ারলাইন্সের প্রধান কেন্দ্র এবং অপারেশন সেন্টার হিসেবেও কাজ করছে।
এই বিমানবন্দরটি মক্কার প্রবেশদ্বারও, হজ্জ বা ওমরা করতে গেলে এই বিমানবন্দরে হয়েই সাধারণত হাজীরা সৌদিতে প্রবেশ করে থাকেন। বাংলাদেশের সিংহভাহ হজ্জ ও উমরার যাত্রীরাও এই জেদ্দা বিমানবন্দর ব্যবহার করেন।
চার লক্ষ ৬৫ হাজার স্কয়ার মিটার আয়তন নিয়ে এখানে বিশ্বের চতুর্থ বৃহত্তম টার্মিনালটি রয়েছে, যা ‘হজ্জ টার্মিনাল’ নামে প্রসিদ্ধ। বর্তমানে জেদ্দাস্থ এই কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর বিশ্বের অন্যতম প্রধান বিমানবন্দর হিসাবে স্বীকৃত।