২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ , ৫ই রমজান, ১৪৪৪ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গুজরানওয়ালা এলাকায় এক সমাবেশ চলাকালে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গুলিবিদ্ধ হয়েছেন, সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ইমরানের সাথে তার দল তেহরিক-ই-ইনসাফ পাকিস্তানের (পিটিআই) শীর্ষ নেতা ফয়সাল জাভেদ এবং আহমেদ চাট্ঠা-ও আহত হয়েছেন। কেউ নিহত হয়েছেন কিনা সে বিষয়ে এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।
দলীয় সূত্রে পাকিস্তানী গণমাধ্যম দ্য ডন জানিয়েছে, ইমরান ডান পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবর্ষণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। লংমার্চের অংশ নিতে ইমরান যখন একটি ট্রাকের ওপর দাঁড়িয়েছিলেন তখন তাকে লক্ষ করে গুলি চালানো হয়।
ইমরান এই লংমার্চের ডাক দিয়েছেন শাহবাহ শরীফের সরকারকে ক্ষমতা থেকে হঠাতে। হামলার পরও চলছে সমাবেশ। সর্বশেষ সংবাদ অনুসারে, সন্ধ্যা সোয়া ৬টা নাগাদ (বাংলাদেশ সময়) জনতার উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী।