ঘানায় ইমামদের হোয়াটসঅ্যাপে আজান প্রচারের প্রস্তাব

ঘানায় ইমামদের হোয়াটসঅ্যাপে আজান প্রচারের প্রস্তাব

ওয়ার্ল্ড ডেস্ক : মসজিদ ও গির্জাগুলির তরফে মানুষকে আজান বা প্রার্থনার কথা জানাতে মাইকের বদলে সোশ্যাল মিডিয়া ব্যবহারের প্রস্তাব দিয়েছে ঘানা সরকার। শব্দদূষণ রুখতেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। সরকারি প্রস্তাবে বলা হয়েছে, মসজিদ ও গির্জা কর্তৃপক্ষ মাইক ব্যবহারের বদলে হোয়াটসঅ্যাপের মতো সামাজিক মাধ্যমগুলি ব্যবহার করতে পারে। ঘানার পরিবেশমন্ত্রী ফ্রিমপন-বোয়াটেন জানিয়েছেন, ‘ধর্মীয় প্রচারের জন্য প্রতিদিন মাইকের ব্যবহারের প্রয়োজন নেই। ইমামরা হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েই প্রার্থনার কথা জানাতে পারেন।’

সূত্র : http://uttarbangasambad.com

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *