১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ২০শে জিলকদ, ১৪৪৪ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর চকবাজারে বিসমিল্লাহ টাউয়ারের পাশে পাঁচতলা একটি ভবনে সিরামিক গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।
মঙ্গলবার (১১ এপ্রিল) বেলা পৌনে ১১টায় এ আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার আনিসুর রহমান গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে হতাহতের কোনো খবর এখনও জানা যায়নি।
সম্প্রতি রাজধানীর বেশ কয়েক জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গত ৪ এপ্রিল স্মরণকালের ভয়াবহ আগুনে পুড়েছে রাজধানীর বঙ্গবাজার মার্কেট। পুড়ে গেছে কোটি কোটি টাকার পণ্য। বিপুল ক্ষতির সম্মুখীন হয়েছেন কয়েক হাজার ব্যবসায়ী।
বঙ্গবাজারের ধ্বংসস্তূপ সরানোর মধ্যেই গত শনিবার (৮ এপ্রিল) সকালে পাশের একটি মার্কেটে আগুন লাগে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট। যদিও এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।