জেলে পাঠালে বিপদ আরও বাড়বে : ইমরান খান

জেলে পাঠালে বিপদ আরও বাড়বে : ইমরান খান

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পাকিস্তানের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান তাকে জেলে পাঠালে সরকারের বিপদ বৃদ্ধি পাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানিয়েছেন, সন্ত্রাসবাদের মামলায় তাকে জেলে পাঠানো হলে তিনি আরও বিপজ্জনক হয়ে উঠবেন।

গত ২০ আগস্ট এক র‍্যালিতে ইমরান খান ইসলামাবাদের পুলিশ প্রধান এবং এক নারী বিচারকের বিরুদ্ধে কড়া সমালোচনা করেন ও হুমকি দেন। এরপরই তার বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগে মামলা দায়ের করা হয়।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) এই মামলার শুনানিতে অংশ নেওয়ার পর সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন।

ভারতীয় সংবাদমাধ্যম এএনআইর প্রতিবেদনে বলা হয়েছে, কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ইমরান খান ইসলামাবাদ হাইকোর্টে পৌঁছান। মামলার শুনানি শত শত নিরাপত্তা বাহিনীর সদস্যকে হাইকোর্টে মোতায়েন করা হয়।

নিরাপত্তার বাড়াবাড়ি নিয়ে বিরক্ত প্রকাশ করলেও আদালতের শুনানি নিয়ে সাংবাদিকদের বেশি কিছু বলতে রাজি হননি পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘তার পূর্ববর্তী মন্তব্যে কোর্টের ভুল ধারণা হতে পারে।’ এ বিষয়ে শুনানির পর কথা বলবেন বলে তিনি জানান।

আলোচিত এই মামলায় আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত আগাম জামিনে আছেন ইমরান খান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *