৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ৯ই জিলকদ, ১৪৪৪ হিজরি

ডলার সংকটে এলসি খোলা যাচ্ছে না, এটা সত্য নয়: বাংলাদেশ ব্যাংক

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ডলার সংকটে এলসি (ঋণপত্র) খোলা যাচ্ছে না, এমন অভিযোগ সত্য নয় বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক।

আজ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আসন্ন রমজানে বাজারে অস্থিরতার শঙ্কাও উড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ছোলা, চিনিসহ দরকারি পাঁচ পণ্যের যথেষ্ট মজুত রয়েছে জানিয়ে মুখপাত্র বলেন, রমজানে অতিরিক্ত চাহিদাসম্পন্ন পাঁচ পণ্য প্রয়োজনের চেয়েও বেশি আমদানি হয়েছে।

কিছু ব্যাংক আর্থিক সক্ষমতা হারিয়েছে বলে স্বীকার করছে কেন্দ্রীয় ব্যাংক। মেজবাউল হক বলেন, প্রতিটি ব্যাংক তাদের নিজস্ব সক্ষমতায় ক্রেতাদের সেবা দেয়। সুতরাং কোনো কোনো ব্যাংকের হয়তো সমস্যা থাকতে পারে। তাদের ক্রেতাদের তারা হয়তো ঠিকমতো সেবা দিতে পারছে না। কিন্তু তার মানে এ নয় যে সব ব্যাংক পারছে না।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ২ ফেব্রুয়ারি পর্যন্ত ৫ লাখ ৬৬ হাজার মেট্রিক টন চিনি, ৩ লাখ ৯১ হাজার টন সয়াবিন তেল, সাড়ে ২৯ হাজার টন খেজুর আমদানির ঋণপত্র খোলা হয়েছে। এ ছাড়া গত বছরের চেয়ে বেশি পরিমাণ ডাল ও পেঁয়াজ আমদানিরও অনুমতি মিলেছে।

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২৩ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com