দুঃস্বপ্নের গাথা | ফারুক নওয়াজ
তারাহীন রাত কত কষ্টের আঁধার আকাশ বোঝে;
আমরা নতুন যাত্রায় নামি ক্ষুদে লেখকের খোঁজে.।
ফোটাতেই হবে নতুন প্রসূন সৃজনের নয়াপথে…
দীর্ঘকালের মৌনতা ভেঙে চড়ে বসলাম রথে।
আলোর পিদিম জ্বালিয়ে সে-রথ ছুটল আঁধার ফুড়ে..
স্বপ্নের ডানা ছড়িয়ে হৃদয় যায় আগে উড়ে-উড়ে..।
আমরা চলেছি নয়া উদ্যোমে আবেগের উৎসবে’–
নতুন দিনের রবি ঠাকুরের সন্ধান পেতে হবে।
হয়তো-বা কোনো ছোটদের ভিড়ে নজরুল বসে আছে..
হয়তো নতুন জীবনানন্দ দাঁড়িয়ে ঘাটের কাছে।
হয়তো কোথাও একাকী ভাবছে নতুন হেমিংওয়ে..
হয়তো-বা কোনো শিশু কালিদাস লিখছে মগ্ন হয়ে।
আমরা চলেছি আলোর সভাতে রাতের শহর রেখে..
আমরা চলেছি জারুল ফুলের মেদুর সুরভি মেখে..
পথের দু’পাশে ছায়াবাবলার মায়াবী আবেশ ছুঁয়ে..
আমরা চলেছি খুঁজতে’– কোথায় বাল্মীকি আছে শুয়ে।
আমাদের মনে অপার আবেগ নেচে ওঠে নিরবধি..
নতুন দিনের রুমী বা সাদীর দেখা পেয়ে যাই যদি।
মৃদু-মন্থর ভোরের হাওয়ায় ইমলির পাতা দোলে..
বিহগের গানে নতুন উষসী আলোর ঢাকনা খোলে..
ধূসর ঘুমের চাদর সরিয়ে কাশবন ওঠে জেগে..
বুকের ভেতরে শিহরণ নাচে কী এক পরশ লেগে।
আমরা গেলাম নতুন আশায়, নতুন স্বপ্ন-চোখে..
ভাবনা এমনই– আমাদের এই যাত্রাকে কারা রোখে!
হায় সে দুরাশা..! মিথ্যে স্বপন’– পথেই থমকে গেল..
স্বপ্ন ভাঙার ভস্ম ছড়িয়ে সব হলো এলোমেলো।
নতুন দিনের রবিরা ঘুমাও, ঘুমাও হেমিংওয়ে..
জানি না আমরা আর কত এই দুঃখ বেড়াবো বয়ে।
২৫.০৯.২০১৯