পাথেয় টোয়েন্টিফোর ডটকম : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে বাংলাদেশের রুপালি ইলিশ রফতানি শুরু হয়েছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের আগরতলার উদ্দেশ্যে রওয়ানা হয়েছে দুই হাজার আটশত কেজি ইলিশ। চলতি সপ্তাহেই আখাউড়া দিয়ে আরও একাধিক ইলিশের চালান আগরতলায় যাওয়ার কথা রয়েছে। আখাউড়া স্থলবন্দর সূত্রে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশের রফতানিকারকরা বলছেন, ত্রিপুরায় ইলিশের ব্যাপক চাহিদা রয়েছে। ভারতে ইলিশ রফতানি চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হলেও আগরতলায় ইলিশ যাচ্ছে অনেকটা শেষ সময়ে। এর আগে ১২ সেপ্টেম্বর চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে উত্তর ত্রিপুরায় ইলিশ রফতানি হয়েছে। একাধিক চালানে কৈলা শহরে গেছে প্রায় বারো হাজার কেজি ইলিশ।
জানা গেছে, এবার ভারতে যাচ্ছে দুই হাজার নয়শ’ পঞ্চাশ টন রুপালি ইলিশ। এর বেশির ভাগই পশ্চিমবঙ্গের বাজারে যাবে। আজকের চালান দিয়ে এখন আগরতলার বাজারেও যাত্রা শুরু হলো বাংলাদেশি রুপালি ইলিশের।
আখাউড়া স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা মিজানুর রহমান চৌধুরী সাংবাদিকদের জানান, ত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত ইলিশ রফতানির সুযোগ রয়েছে। এই সময়ের মধ্যেই ব্যবসায়ীরা নিয়ম মেনে ভারতে ইলিশ রফতানি করতে পারবেন।