পরাজিত শক্তি আল্লামা শফীর উত্থান সহ্য করতে পারছে না : আলেম মুক্তিযোদ্ধা প্রজন্ম

পরাজিত শক্তি আল্লামা শফীর উত্থান সহ্য করতে পারছে না : আলেম মুক্তিযোদ্ধা প্রজন্ম

পাথেয় রিপোর্ট : স্যোশাল মিডিয়াসহ সবখানে একাত্তরের পরাজিত শক্তি হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ-এর চেয়ারম্যান ও মঈনুল ইসলাম হাটহাজারি মাদরাসার মহাপরিচালক শাইখুল হাদিস আল্লামা আহমদ শফীকে নিয়ে যেভাবে কূটচাল-চক্রান্ত শুরু করেছে তা অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন আলেম মুক্তিযোদ্ধা প্রজন্ম ফোরামের প্রেসিডেন্ট ও ইকরা বাংলাদেশের প্রিন্সপাল মাওলানা সদরুদ্দীন মাকনুন। তিনি বলেন, একাত্তরে একশ্রেণির নামধারী ও লেবাসধারী কিছু মানুষ ধর্মের নাম ব্যবহার করে আমাদের মা-বোনদের উপরে তারা ঝাপিয়ে পড়েছিল। হত্যা-খুন-ধর্ষণ করতেও তারা দ্বিধা করেনি।

মুক্তিযুদ্ধের ৪৭ বছর পরও সেসব চাক্রান্তকারীরা সজাগ ও তৎপর রয়েছে দাবি করে মাওলানা মাকনুন বলেন, একাত্তরের পরাজিত শক্তিকে এ দেশের আলেম উলামা আর মাথা উঁচু করে বড় গলায় কথা বলতে দেবে না। ধর্মের নাম ব্যবহার করে আর কোনো দিন খুন-ধর্ষণ করতে দেয়া হবে না।

যারা আল্লামা আহমদ শফীর বিরোধিতা করছে তারা ‌’নাবালক’ মানুষের কাতারেই রয়ে গেছে দাবি করে মাওলানা মাকনুন বলেন, আল্লামা আহমদ শফী বাংলাদেশের আলেমকুলের রত্ন। মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি তাদের স্বার্থে ব্যবহার করতে পারছে না বলে তাদের ঘেউ ঘেউ বেড়ে গেছে।

রোববার আলেম মুক্তিযোদ্ধা প্রজন্ম ফোরামের কেন্দ্রীয় অফিস থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের চেয়ারম্যান ও ইকরা বাংলাদেশের প্রিন্সপাল মাওলানা সদরুদ্দীন মাকনুন এসব কথা বলেন।

বেয়াদব প্রজন্মকে চিহ্নিত করে মাওলানা মাকনুন বলেন, আমরা আকাবিরদের দেখানো সত্যসুন্দর পথে থাকতে চাই। শরীক হতে চাই আকাবিরদের মিছিলে। আদর্শহীন প্রজন্ম থেকে আমরা আল্লাহর কাছে পানাহ চাই।

বাংলাদেশ জমিয়তুল উলামার কেন্দ্রীয় প্রচার সম্পাদক স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেছেন, শাইখুল ইসলাম সাইয়্যিদ হোসাইন আহমদ মাদনী রহ.-এর সাগরেদ ও খলিফা আল্লামা আহমদ শফীর সমালোচনা করা নিন্দনীয়। আল্লামা আহমদ শফী দা.বা. আমাদের মাথার তাজ। তাকে সমালোচনার পাত্র বানানো একটি বড় ষড়যন্ত্র। এ ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে।

এক আর নেক থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, আল্লামা আহমদ শফীর নেতৃত্বে যেমন আমরা কওমী মাদরাসার স্বীকৃতি পেয়েছি, তেমনি আমরা তার নেতৃত্বে ঐক্যবদ্ধও থাকবো। সব ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে সজাগ ও সচেতন থাকতে হবে।

আহমদ শফীকে নিয়ে যারা সমালোচনা করছে তাদের ভিন্ন কোনো মতলব আছে বলে মন্তব্য করে আল্লামা মাসঊদ বলেন, যখনই আল্লামা শফী স্বাধীনতা সপক্ষ শক্তির সঙ্গে বসছেন, কওমী মাদরাসার শিক্ষাসনদসহ বিভিন্ন সুবিধা আদায়ের জন্য সংগ্রাম করছেন তখনই স্বাধীনতাবিরোধীরা তার বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছে।

১২ অক্টোবর ২০১৮ শুক্রবার দুপুরে এক বিবৃতিতে আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ এসব কথা বলেন।

আলেমদের বিরুদ্ধে সমালোচনা করার আগে আয়নায় নিজেদের মুখ একবার দেখে নেওয়ার আহ্বান জানিয়ে আল্লামা মাসঊদ বলেন, এ দেশের আলেমগণ সবসময় ইসলামের শ্বাশত সৌন্দর্যের কথা তুলে ধরেন। কিন্তু একটা ব্যবসায়ী শ্রেণি সবসময় ইসলামের গায়ে জঙ্গিবাদের আঁচড় লাগিয়ে দিতে তৎপর থাকে। তারা এ দেশের শীর্ষ আলেমদের গায়ে কালিমা লেপনে সবসময় ব্যস্ত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *