৯ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ১৯শে জিলকদ, ১৪৪৪ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পর্তুগালে সড়ক দুর্ঘটনায় ৩০ বছর বয়সী বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকালে লিসবন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মমিন আহমদ সুনামগঞ্জের ছাতকের মাধবপুর গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে।
নিহতের স্বজন ছাতক উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা আব্দুল কাদির তালুকদার জানান, বৃহস্পতিবার সকালে পর্তুগালের লিসবন এলাকায় ইলেক্ট্রিক বাইক যোগে খাবার ডেলিভারি দিতে গিয়ে বিপরীতগামী একটি প্রাইভেট কারের সঙ্গে ধাক্কা লেগে। এতে মমিন আহমদ গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাকে একটি হাসপাতালে নিয়ে যাওয়া পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় মমিন মারা যায়।