পাঁচ হাজার রোহিঙ্গাদের মুখে জমিয়তুল উলামার ইফতার

পাঁচ হাজার রোহিঙ্গাদের মুখে জমিয়তুল উলামার ইফতার

পাথেয় রিপোর্ট : বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠীদের মধ্যে বুধবার ইফতারিরর আয়োজন করেছে বাংলাদেশ জমিয়তুল উলামা। প্রায় পাঁচ হাজার রোহিঙ্গা জনগোষ্ঠী অংশগ্রহণ করে ইফতার মাহফিলে। শান্তিপূর্ণভাবে এই বিরাট ইফতারের আয়োজন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন জমিয়তুল উলামার ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা সদরুদ্দীন মাকনুন। তিনি বলেন, এটি বাংলাদেশ জমিয়তুল উলামা ও ইসলাহুল মুসলিমিন পরিষদের ব্যবস্থাপনায় রোহিঙ্গা জনগোষ্ঠীদের মধ্যে চলমান কার্যক্রমের একটি অংশ। বর্তমানে রোহিঙ্গাদের মধ্যে বাংলাদেশ জমিয়ত ও ইসলাহুল মুসলিমীনের কী কী কর্মসূচি চলছে জানতে চাইলে তিনি বলেন, রোহিঙ্গাদের মধ্যে এই রমজানে ফুড প্যাক বিতরণ করা হবে এবং ঈদের সময় তাদেরকে বিশেষ ঈদপ্যাক বিতরণ করা হবে। যাতে তারাও আমাদের মতো ঈদকে কিছুটা হলেও উপভোগ করতে পারে। তিনি আরও বলেন, জমিয়ত রোহিঙ্গাদের জন্য যে ঘরগুলো তৈরি করে দিয়েছিল, ঝড় ও বৃষ্টিতে সেগুলো কিছুটা ক্ষতিগ্রস্ত হওয়ায় সামনে সেগুলো আবার পুননির্মাণ করা হবে।
ইফতার বিতরণের সময় এ ছাড়াও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় জমিয়তের সহসাংগঠনিক সম্পাদক মাওলানা শুয়াইব আহমাদ, জমিয়ত জনসংযোগ কর্মকর্তা মাওলানা আব্দুল্লাহ শাকির, আইনজীবী রাশিদুল আলম মোল্লাসহ জমিয়তের কক্সবাজার জেলা নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত সেপ্টেম্বরে জাতিগত নিধনের শিকার হওয়া প্রায় ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে এবং বাংলাদেশ জমিয়তুল উলামার উদ্যোগে ও ইসলাহুল মুসলিমীনের ব্যবস্থাপনায় রোহিঙ্গাদের মধ্যে বিপুল পরিমাণ কাজ হয়েছে। জাতিসংঘ সাহায্য সংস্থা ইউনিসেফও রোহিঙ্গাদের মধ্যে বাংলাদেশ জমিয়তুল উলামা ও ইসলাহুল মুসলিমীনের কাজের প্রশংসা করেছে।

গ্রন্থনা : শেখ নাঈমুল ইসলাম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *