২৭শে জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৩ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ , ৪ঠা রজব, ১৪৪৪ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : লালমনিরহাটের পাটগ্রামের কালীরহাট রাধানাথ সীমান্ত এলাকায় ভারতের ভেতরে দেশটির এক নাগরিকের লাশ উদ্ধার করেছে ভারতীয় পুলিশ।
আজ বুধবার সকালে সীমান্তের আশপাশের লোকজন একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে দুপুরে ভারতীয় পুলিশ মরদেহ উদ্ধার করে।
এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানা যায়, বুধবার সকালে সীমান্তের কাছে ভারতের দারিকামারী এলাকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা বিজিবিকে খবর দেয়। বিজিবি লাশ পড়ে থাকার কথা বিএসএফকে জানায়। মৃত ব্যক্তি ভারতীয় নয় বলে বিএসএফ বিজিবিকে জানায়। পরে বিজিবি মারা যাওয়া ব্যক্তির পরিচয় সম্পর্কে জানালে বিকেল ৩ টার দিকে ভারতের মেখলিগঞ্জ থানার পুলিশ লাশ নিয়ে যায়।
মৃত ব্যক্তি ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার জামালদহ গ্রামের মত নুর মোহাম্মদের ছেলে মোসাহাব হোসেন মোসা (৪০)। বিজিবি এ তথ্য নিশ্চিত করেছে।