পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জামালপুরে পেটের ইয়াবা রেখে পাচারকালে দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। সোমবার (৮ নভেম্বর) সকালে র্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার আশিক উজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন— বান্দরবনের লামা উপজেলার ভূলাহাজরা গ্রামের মো. ইমাম হোসেনের ছেলে মো. আনোয়ার সাদেক (১৮) ও কক্সবাজারের ঈদগাহ উপজেলার ভাদিতলা কলেজ গেট এলাকার মো. নাসির আলমের ছেলে মো. রিয়াজ উদ্দিন (১৮)।
আশিক উজ্জামান জানান, আটকরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের পরীক্ষা করে পেটের ভেতর ইয়াবা দেখতে পান। পরে পেট থেকে ৯৭৫ পিস ইয়াবা বের করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য দুই লাখ ৯৯ হাজার ৫০০ টাকা।
তিনি আরও বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আটকদের পুলিশে সোপর্দ করা হয়েছে। সোমবার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।