বদ্ধ ঘরে নও মুসলিমা স্ত্রীসহ দম্পতির অর্ধগলিত লাশ

বদ্ধ ঘরে নও মুসলিমা স্ত্রীসহ দম্পতির অর্ধগলিত লাশ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় ভাড়া বাসা থেকে এক দম্পতির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) বিকালে পাইনাদী সিআইখোলা এলাকার শাহাদাত হোসেনের বাড়ির পাঁচ তলার একটি তালাবদ্ধ কক্ষ থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, ২-৩ দিন পূর্বেই তাদের মৃত্যু হয়েছে।

তারা হলেন- স্বামী রবিউল ও তার স্ত্রী আয়েশা সিদ্দিকা। স্থানীয়সূত্রে জানা গেছে, নিহত রবিউল নীলফামারী জেলার আবু তালেবের ছেলে এবং আয়েশা সিদ্দিকা বান্দরবান জেলার অনিল দাশের মেয়ে। গত ১৪ জুন লাকি দাস ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং নিজের নাম পরিবর্তন করে ‘আয়েশা সিদ্দিকা’ নাম ধারণ করেন। ঐ দিনই তারা বিয়ে করেন। নিহত দম্পতি ঐ ভাড়া বাড়িতে বসবাস করতেন।

বাড়ির মালিক শাহাদাত হোসেন গণমাধ্যমে বলেন, ‘তারা দুজন গত ১ আগস্ট আমার বাসায় ওঠে। বাড়ির পাঁচ তলার একটি ফ্লাটে ভাড়ায় থাকতো। আজ বিকালে বাড়ির অন্য ভাড়াটিয়ারা দুর্গন্ধ পেয়ে আমাকে জানায়। পরে বিষয়টি পুলিশে জানাই। পুলিশ এসে তাদের লাশ উদ্ধার করেছে।’

সিদ্ধিরগঞ্জ থানার এসআই মঞ্জুরুল ইসলাম গণমাধ্যমে বলেন, লাশের পাশে একটি চিরকুট পাওয়া গেছে। এতে লেখা ছিল, ‘‘স্বেচ্ছায় জীবন দিলাম।’’ তবে কী কারণে জীবন দিয়েছে সেই কারণ লেখেনি। তাদের লাশ ফ্লোরে ছিল। আর কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। ঘরের দরজা কেটে ভেতরে প্রবেশ করতে হয়েছে। তাই এটা আত্মহত্যা বলে মনে হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *