বাংলাদেশে আমি অনেক কিছু শিখছি : ব্রিটিশ হাই কমিশনার
পাথেয় রিপোর্ট : বাংলাদেশের মাটিতে দায়িত্ব পালন করতে এসে অনেক কিছু শিখছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ ডেপুটি হাইকমশিনার কানবার হোসেইন বোর। তিনি বলেন, বাংলাদেশ থেকে আমার অনেক কিছু জানার ও শেখার আছে। আজ আমি আপনাদের কার্যক্রম জেনে অত্যন্ত আনন্দ অনুভব করছি। আমি আশাবাদি যে, উগ্রবাদিতা ও বিভিন্ন বিষয় ঘিরে যে বৈশ্বিক সংকট তা নিরসনে আপনারা উচ্চ ভূমিকা পালন করবেন।
২৩ ডিসেম্বর ২০১৯ সোমবার রাজধানী হাজীপাড়ায় অবস্থিত জামিয়া ইকরা বাংলাদেশ পরিদর্শনে এসে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ ভারপ্রাপ্ত হাইকমশিনার কানবার হোসেইন বোর এসব কথা বলেন।
দুপুরে দুইটার পর তিনি ঢাকায় নিযুক্ত ব্রিটিশ ভারপ্রাপ্ত হাইকমশিনার জামিআ ইকরা পৌঁছুলে তাকে লালগালিচা অভ্যর্থনা জানান শাইখুল জামিয়া, ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ ও জামিয়ার রঈস মাওলানা আরিফ উদ্দিন মারুফ।
এ সময় ব্রিটিশ একটিন হাইকমশিনার কানবার হোসেইন বোর আল্লামা মাসউদের সঙ্গে একান্ত বৈঠকে মিলিত হন। উগ্রবাদিতা, চলমান বৈশ্বিক সমস্যা নিয়ে মতবিনিমময় করেন জামিয়ার শিক্ষকদের সাথে। পরে জামিয়ার ছাত্রদের উদ্দেশেও কথা বলেন ও অনেক প্রশ্নের উত্তর দেন।
ধর্মীয় সহাবস্থানের কথা তুলে ধরে কানবার হোসেইন বোর বলেন, আমি ২ বছর যাবত বাংলাদেশে আছি। ইংল্যান্ড ও বাংলাদেশের বিভিন্ন সাদৃশ্যপূর্ণ বিষয় আমাকে মুগ্ধ করে। বিশেষতঃ বৈচিত্র্যপূর্ণ বিভিন্ন ধর্মের পারস্পরিক সহাবস্থান সত্যিই আমাকে মুগ্ধ করে। কোথাও অনুষ্ঠানে গেলে আমি দেখেছি সেখানে যেমন কুরআন থেকে পাঠ করা হয় তেমনি অন্যান্য ধর্মগ্রন্থ থেকেও পাঠ করা হয়। সবার প্রতিই আমার শুভ কামনা যে বৈশ্বিক প্রেক্ষাপটে আমরা একসাথে থেকে সমস্ত সংকটের মোকাবেলায় নিজেদের কার্যক্রমকে সুষ্ঠুভাবে সম্মুখে এগিয়ে নিয়ে যেতে পারি।
জামিয়া পরিদর্শন শেষে ব্রিটিশ ভারপ্রাপ্ত হাইকমশিনার কানবার হোসইেন বোর উচ্ছ্বসিত প্রশংসা করেন জামিয়ার। এ সময়ে তার হাতে সম্মাননা স্মারকও তুলে দেন শাইখুল জামিয়া আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।
অপরদিকে ছাত্রদের সাথে আলাপচারিতায় তিনি তাদেরকে পুরো বিশ্বকে সামনে রাখবার কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের শিক্ষাব্যবস্থা ক্রমবর্ধমান উন্নতির পথে হাঁটছে। শিক্ষাব্যবস্থাকে আরো উঁচুতে তুলে নিয়ে যাওয়ার দায়িত্ব আজকের তরুণদের। তরুণদের উচ্চশিক্ষিত করে তোলার জন্য যুক্তরাজ্যের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
কওমি ছাত্রদের উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ডে গমনের বিষয়ে উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে তিনি তাদের আইএলটিএস করবার কথা বলেন। এর মাধ্যমে তারা ইংলান্ডে গিয়ে উচ্চশক্ষিা গ্রহণ করতে পারবে বলে তিনি জানান।
বাংলাদশে সম্পর্কে নিজের অনুভূতি তুলে ধরে তিনি বলেন, আমি বাংলাদেশের সব কিছু পছন্দ করি। এই দেশের খাবার, এই দেশের আবহাওয়াসহ সবকিছুই আমার পছন্দ।
নিজে বাংলাদেশ ক্রিকেট দলের একজন ফ্যান বলেও জানান ভারপ্রাপ্ত এই ব্রিটিশ হাইকমিশনার।
গ্রন্থনা : আবদুল্লাহ আমান