১১ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ২১শে জিলকদ, ১৪৪৪ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ফেনীর সোনাগাজীতে বিএনপি ও পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) মাশকুর রহমান আহত হয়েছেন। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
সোমবার (২৯ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে এ সংঘর্ষের ঘটনায় পুলিশ অন্তত ৪০ রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২৯ আগস্ট) ফেনীতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। বিকালে ভৈরব রাস্তার মাথায় বিএনপির সমাবেশ শেষে নেতাকর্মীরা সোনাগাজীর জিরো পয়েন্টের দিকে বিক্ষোভ মিছিল নিয়ে অগ্রসর হন। এ সময় পুলিশ তাদের বাধা দিলে সংঘর্ষ বেধে যায়। ইটের আঘাতে আহত হন সার্কেল এএসপি মাশকুর। তার মাথা ও তলপেটে আঘাত লেগেছে। আহত পুলিশ কর্মকর্তাকে সোনাগাজী সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ খালেদ দাইয়্যান গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।