পাথেয় রিপোর্ট : বিএনপি থেকে অনেকেই এখন আওয়ামী লীগে যোগ দিচ্ছেন। নির্বাচনের বাকি সাকুল্যে আর মাত্র কয়েকদিন। এসময় দল ত্যাগ বিএনপির জন্য কোনক্রমেই সুখকর নয়। হোক তা তৃৃণমূলে। কয়েকদিন আগে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান প্রবীণ নেতা ইনাম চৈধুরীর দল পরিবর্তন বিরাট এক ক্ষত দলটির জন্য। যদিও বিএনপির অনেকেই তাকে ডেড হর্স বলে আখ্যা দিয়েছেন।
এদিকে এই দল পাল্টানোর হিড়িক পড়েছে তৃণমূলেও। নড়াইল সদর উপজেলার গোবরা বাজার কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিএনপি নেতা মো. সুলতান মোল্যাসহ শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। শুক্রবার (২১ ডিসেম্বর) রাতে গোবরা বাজারে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুকের হাতে ফুলের তোড়া দিয়ে সুলতান মোল্যা ও বিএনপির অন্যান্য নেতাকর্মীরা আওয়ামী লীগে যোগদান করেন।
বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদানকারী সুলতান মোল্যা বলেন, ‘আওয়ামী লীগের নীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়ে দলে যোগদান করেছি।’ এসময় সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও কলোড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আশীষ কুমার বিশ্বাস, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক দেবাশীষ কুন্ডু মিটুল, জেলা আওয়ামী লীগের সদস্য মাহমুদুল হাসান তাপস, কলোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহরিয়ার রহমান মুক্ত, সাধারণ সম্পাদক উৎপল কুমার বিশ্বাস, আওয়ামী লীগ নেতা শরিফুল ইসলাম লিটু, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. জসিম মোল্যা, সাধারণ সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, সাবেক ইউপি মেম্বর মো. নাজমুল মোল্যা, জহুরুল হক জহুর, টমাস বিশ্বাস, আনন্দ বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
যোগদান শেষে কলোড়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বিশাল মিছিল গোবরা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে গোবরা বাজারে নড়াইল-১ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী কবিরুল হক মুক্তির নির্বাচনি কার্যালয়ে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে জয়ী করতে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত নেতাকর্মীরা নৌকা প্রতীকের প্রার্থী কবিরুল হক মুক্তিকে জয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এর আগেও নেত্রকোণা জেলার খালিযাজুরী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল মতিন চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. মনোয়ার হোসেন বেগ (কাসেম) ও সাবেক চাকুয়া ইউপি চেয়ারম্যান দেওয়ান মো. রহমত আলীর নেতৃত্বে বিএনপির তিন শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।
সোমবার (১৭ ডিসেম্বর) বিকাল ৩টায় উপজেলার চাকুয়া ইউনিয়ন কমপ্লেক্স এলাকায় নির্বাচনী পথসভায় নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিযাজুরী) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক এমপি রেবেকা মমিনের হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন তারা।