৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ৯ই জিলকদ, ১৪৪৪ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : হজ্জযাত্রী ও হজ্জ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) অনুরোধের পরিপ্রেক্ষিতে ধর্ম মন্ত্রণালয় শুধু আজকের জন্য (২৫ এপ্রিল) হজ্জ নিবন্ধনের সার্ভার চালু রাখবে।
অর্থাৎ, যারা পবিত্র হজ্জ পালনে যেতে চান কিন্তু এখনো নিবন্ধন করতে পারেননি তাদের জন্য ‘একদিনের বিশেষ’ সুযোগ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চলতি বছর হজ্জ নিবন্ধনের এটাই শেষ সুযোগ।
এর আগে, গত ৮ ফেব্রুয়ারি থেকে হজ্জ নিবন্ধন শুরু হয়, যা ১১ এপ্রিল পর্যন্ত চলে। তবে, বেশ কয়েকবার সময় বাড়ানোর পরও কোটা পূরণ হয়নি।