বিশ্বে সবচেয়ে বেশি স্বর্ণের মজুত যুক্তরাষ্ট্রে, বাংলাদেশ ৬৬তম

বিশ্বে সবচেয়ে বেশি স্বর্ণের মজুত যুক্তরাষ্ট্রে, বাংলাদেশ ৬৬তম

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ মজুতের তথ্য প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক সংস্থা ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল।

এপ্রিল মাসে প্রকাশিত সংস্থাটির তথ্যমতে, রিজার্ভ হিসেবে বর্তমানে বাংলাদেশ ব্যাংকে স্বর্ণের মজুত রয়েছে ১৪ টন। এ পরিমাণ স্বর্ণ। মজুতের ফলে বিশ্বে ৬৬তম অবস্থানে রয়েছে বাংলাদেশ।

সংস্থাটির তথ্য অনুযায়ী, বিশ্বে সবচেয়ে স্বর্ণ সোনা মজুত রয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটির কেন্দ্রীয় ব্যাংকে ৮১৩৩ দশমিক ৫০ টন স্বর্ণ মজুত রয়েছে। ইউরোপের দেশ জার্মানি রয়েছে দ্বিতীয় অবস্থানে। দেশটির মজুত প্রায় ৩ হাজার ৩৫৫ টন। জার্মানির পরে তৃতীয় অবস্থানে রয়েছে ইউরোপের আরেক দেশ ইতালি। দেশটির রয়েছে প্রায় ২ হাজার ৪৫২ টন সোনা। এর পরের তিনটি দেশ হলো যথাক্রমে রাশিয়া, চীন ও সুইজারল্যান্ড।

স্বর্ণ মজুতে প্রতিবেশী দেশ ভারতের অবস্থান নবম। ভারতের স্বর্ণের মজুত ৭৯০ টন। আর পাকিস্তানের অবস্থান ৪৬তম। বাংলাদেশের চেয়ে পাকিস্তানের মজুত বেশি হলেও তাদের বৈদেশিক মুদ্রার প্রায় ৪৪%–ই সোনা। বাংলাদেশের যে ১৪ টন স্বর্ণের মজুত রয়েছে, তা বৈদেশিক মুদ্রার রিজার্ভের মাত্র ২.৬০% এমন তথ্যই জানিয়েছে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল।

বাংলাদেশ ব্যাংকের ২০২১-২২ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কেন্দ্রীয় ব্যাংকের মজুত স্বর্ণের মধ্যে ব্যাংক অব ইংল্যান্ডের ভল্টে রয়েছে ৫ হাজার ৮৭৬ কেজি, যা মোট সোনার ৪২ %। এছাড়া ৪১% রয়েছে লন্ডনের স্ট্যান্ডার্ড চার্টার্ড ও এইচএসবিসি ব্যাংকে। বাকি ২ হাজার ৩৬২ কেজি স্বর্ণ রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের ভল্টে।

বর্তমানে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণ কমবেশি দুই হাজার ডলারে বিক্রি হচ্ছে। এ হিসেবে বাংলাদেশ ব্যাংকে মজুত থাকা স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ৯০ কোটি ডলার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *