১১ই আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ , ২৭শে শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ , ১২ই মহর্রম, ১৪৪৪ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিদুৎস্পৃষ্টে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার সময় উপজেলার পাঁচগাঁও গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত এমদাদুল হক বাবুল (১৪) পাঁচগাঁও হাফিজুল উলুম মাদ্রাসার কিতাব বিভাগের ছাত্র।
সরেজমিন জানা যায়, মাদ্রসার পাশে আব্দুর রশিদের বাড়িতে কাঁঠাল পাড়তে গিয়ে বিদুৎস্পৃষ্ট তার মৃত্যু হয়। নিহত এমদাদুল পার্শ্ববর্তী উপজেলা নাসিরনগরের চাপুর গ্রামের সাজু মুন্সির ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজয়নগর থানার ওসি মির্জা মোহাম্মদ হাসান জানান, উপজেলার পাঁচগাঁও গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর খবর পেয়েছি।