২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ৮ই জিলকদ, ১৪৪৪ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতের উত্তর প্রদেশে আততায়ীর গুলিতে নিহত সাবেক সংসদ সদস্য আতিক আহমেদের কবরে জাতীয় পতাকা দেওয়ার অভিযোগে কংগ্রেসের স্থানীয় এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এনডিটিভি অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম রাজকুমার সিং। গতকাল বুধবার রাজ্য পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এরই সূত্র ধরে গতকালই তাঁকে ছয় বছরের জন্য দল থেকে বহিষ্কার করে কংগ্রেস।
স্থানীয় ধুমনগঞ্জ থানা-পুলিশের কর্মকর্তা রাজেশ কুমার মৌর্য বলেন, রাজকুমারকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে থানায় প্রাথমিক তথ্য বিবরণী (এফআইআর) দায়ের হয়েছে।
আসন্ন উত্তর প্রদেশ পৌর নির্বাচনে কাউন্সিলর পদে কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন রাজকুমার। তাঁর একটি কথিত ভিডিও ভাইরাল হলে বিতর্ক শুরু হয়।
ভিডিওতে আতিকের কবরের ওপর ভারতের জাতীয় পতাকা রাখতে দেখা যায় রাজকুমারকে। তিনি আতিককে ‘শহীদ’ অভিহিত করেন বলেও অভিযোগ।
আতিক ও আশরাফের পক্ষে রাজকুমারকে স্লোগান দিতে দেখা যায় ভিডিওতে। আতিকের জন্য ‘ভারতরত্ন’ পুরস্কারের দাবি তোলেন তিনি।
ভিডিও অনুযায়ী, রাজকুমার বলেন, তিনি (আতিক) একজন জনপ্রতিনিধি ছিলেন। তিনি শহীদ হয়েছেন। তাঁকে কেন রাষ্ট্রীয় সম্মান দেওয়া হয়নি, কেন তাঁর কবরে জাতীয় পতাকা দেওয়া হয়নি?
গত শনিবার উত্তর প্রদেশের প্রয়াগরাজে পুলিশের সামনে তিন অস্ত্রধারীর গুলিতে আতিক ও তাঁর ভাই আশরাফ আহমেদ নিহত হন। রাজনীতিতে জড়ানোর আগে আতিক একজন মাফিয়া ডন ছিলেন বলে অভিযোগ রয়েছে। হত্যা মামলায় আটক আতিক ও তাঁর ভাই আশরাফ কারাগারে ছিলেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য ১৫ এপ্রিল রাতে তাঁদের প্রয়াগরাজের কলভিন হাসপাতালে নেওয়া হচ্ছিল। ভিড়ের মধ্যে সাংবাদিকের ছদ্মবেশে থাকা বন্দুকধারীরা খুব কাছ থেকে দুই ভাইকে গুলি করেন। এতে ঘটনাস্থলে তাঁরা নিহত হন।