মাদরাসা ছাত্রী সাদিয়ার হত্যাকারীর শাস্তি চায় ইসলামী আন্দোলন
পাথেয় রিপোর্ট : ইসলামী আন্দোলন বাংলদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম বলেছেন, রামপুরা মিফতাহুল জান্নাত মহিলা মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী মোসাম্মাৎ সাদিয়া আক্তার (৯)কে অপহরণ ও ধর্ষণ করে হত্যাকারী সন্ত্রাসী শুভ এবং এর সহযোগিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তিনি বলেন, শিশু ছাত্রী ১৫ পারা কুরআনেরও হাফেজা ছিল। যে নরপশু সাদিয়া আক্তারকে ধর্ষণ করে হত্যা করে লাশ কেরাণীগঞ্জে ফেলে রেখেছে সেই নরপশুর দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আইনশৃঙ্খলায় নিয়োজিত বাহিনীর অবহেলার কারণে সাদিয়াকে লাশ হতে হয়েছে। সাদিয়া অপহরণের পর যদি পুলিশ সক্রিয় হতো তাহলে সাদিয়াকে উদ্ধার করা সম্ভব হতো। তিনি খুনী ও ধর্ষকদের কঠোর শাস্তির দাবি জানান।
মঙ্গলবার সকালে পুরানা পল্টনস্থ আইএবি মিলায়নায়তনে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলদেশ ঢাকা মহানগর দক্ষিণ ও থানা নেতৃবৃন্দের যৌথ প্রতিবাদ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এতে বক্তব্য রাখেন নগর সহ-সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন ও আলহাজ্ব আনোয়ার হোসেন,সেক্রেটারী মাওলানা এবিএম জাকারিয়া, আলহাজ্ব আব্দুল আউয়াল, ডা. শহিদুল ইসলাম, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা আব্দুর রাজ্জাক, মুহাম্মদ হুমায়ূন কবীর প্রমুখ।