১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ২০শে জিলকদ, ১৪৪৪ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মিয়ানমারের কেন্দ্রীয় অঞ্চলে সামরিক শাসক বিরোধী ও ‘বিদ্রোহী’ গোষ্ঠীর আয়োজিত এক অনুষ্ঠানে সেনাবাহিনী হামলা চালালে অন্তত ৩০ জন নিহত হয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্স আজ মঙ্গলবার (১১ এপ্রিল) এ তথ্য জানিয়েছে।
স্থানীয়দের বরাতে অনেক সংবাদমাধ্যম জানাচ্ছে, বেসামরিক ব্যক্তি সহ অন্তত ৫০ জন এ হামলায় নিহত হয়েছেন।
রয়টার্স তাৎক্ষণিকভাবে এসব প্রতিবেদনের সত্যতা যাচাই করতে পারেনি। ক্ষমতাসীন সামরিক জান্তার মুখপাত্রের সঙ্গে এ বিষয়ে তথ্য জানার জন্য যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।
২০২১ সালে মিয়ানমারের সামরিক বাহিনী অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে উৎখাত করে। এ ঘটনায় সারা বিশ্বে নেমে আসে নিন্দার ঝড়।
সম্প্রতি মিয়ানমারের সামরিক জান্তা প্রধান মিন অং হ্লাইং সশস্ত্র বিদ্রোহী দলগুলোকে দমনে কার্যকর উদ্যোগ নেওয়ার অঙ্গীকার জানিয়েছেন। তিনি আরও জানান, যেকোনো মূল্যে বিদ্রোহীদের দমন করা হবে।