পাথেয় টোয়ন্টিফোর ডটকম : বিশ্বকাপ বাছাইপর্বে মেসির গোল দিয়ে জয়ের খাতা খুলল আর্জেন্টিনা। লিওনেল মেসির পেনাল্টি গোলে ইকুয়েডরকে হারিয়েছে আলবিসেলেস্তেরা। কাতার বিশ্বকাপ-২০২২’র পথে করেছে শুভযাত্রা।
শুক্রবার (০৯ অক্টোবর) বাংলাদেশ সময় ভোরে শুরু ম্যাচে ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ম্যাচের শুরুর দিকে জয়সূচক গোলটি আনেন অধিনায়ক মেসি।
ঘরের মাঠ বুয়েন্স আয়ার্সের লা বোম্বোনেরা স্টেডিয়ামে ম্যাচের ১৩তম মিনিটে পেনাল্টি পায় আর্জেন্টিনা। সুযোগ হাতছাড়া করেননি মেসি। প্রতিপক্ষ জালে বল জড়িয়ে স্বাগতিকদের উল্লাসে মাতান। যেটি জাতীয় দল জার্সিতে তার ৭১তম গোল।
লিওনেল স্কালোনির দল পরে আর গোল আদায় করতে পারেনি। অতিথিরাও সুযোগ তৈরি করতে পারেনি সেভাবে। ম্যাচের বাকি অংশ তাই গোলশূন্য। আর কাঙ্ক্ষিত জয় আর্জেন্টিনার। টানা ৮ ম্যাচে জয়ের ধারা ধরে রাখল দলটি।
লাতিন অঞ্চলের অন্য দুই ম্যাচে, পেরু ও প্যারাগুয়ে ২-২ গোলে ড্র করেছে, আর উরুগুয়ে ২-১ গোলে হারিয়েছে চিলিকে। অ্যালেক্সিস সানচেজ যেমন গোল পেয়েছেন চিলির হয়ে, লুইস সুয়ারেজও গোল করেছেন উরুগুয়ের জার্সিতে।
/এএ