রঙিন মেঘের দিন । ফারুক নওয়াজ
এই তো শরৎ মেঘের শরৎ রঙিন মেঘের দিন..
এই শরতে মন হয়ে যায় উদাস-উদাসীন।
আকাশ যেন অথৈ নদী মেঘরা যেন ঢেউ..
নীল-রুপোলি পাল উড়িয়ে যাচ্ছে যেন কেউ।
দুচোখ মেলে একটু তাকাও; থাকলে দেখার চোখ..
দেখতে পাবে মেঘের দেশে ছবির মায়ালোক।
ছবি তো নয় আজব জাদু– বাহারী পোর্ট্রেট..
লালন ফকির, রবি ঠাকুর, গোর্কি, সমারসেট..
গভীরভাবে দেখলে– দেখায় হয় না কোনো ভুল..
ঝাকড়া চুলে বসে আছেন বিদ্রোহী নজরুল।
কে এঁকেছেন এমন ছবি? বিস্মিত অন্তর–
এঁকেই বুঝি লুকিয়ে গেছেন ছবির জাদুকর!
এই শরতে মেঘের জাদু পরান কেড়ে নেয়..
বনের ময়ূর মনের সুখে পেখম ছেড়ে দেয়।
হঠাৎ করে বৃষ্টি, হঠাৎ মিঠেল রোদের আভ..
যায় না বোঝা নিসর্গের এই বাহারী হাবভাব!
হঠাৎ করে মাঝ-আকাশে রংধনুকের পুল..
যতোই দেখি ততোই ভাবি দেখল কী চোখ ভুল?
মেঘের শরৎ কাশের শরৎ শিউলিঝরা ভোর..
নিশির শিশির জড়ায় মায়ায় ঘাসের করিডোর।
উদাস-উদাস শারদ-শোভা পেলব শিহরণ..
খিড়কি দিয়ে দৌড়ে পালায় হারিয়ে যাওয়া মন।
২৯.০৮.২০১৯