পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে ট্রাক, অটোরিকশা ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। নিহতদের মধ্যে একই পরিবারের ৫ জন রয়েছেন।
বুধবার (১ জুন) সকাল পৌনে ৯টার দিকে মহাসড়কের কালুখালী চাঁদপুর ফায়ার স্টেশনের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, পাংশা পুইজোরের বসির উদ্দিন মিয়ার ছেলে অটোরিকশার চালক নাসির (৩২), একই এলাকার মোতালেব মন্ডলের মেয়ে মরিয়ম (৪০), স্ত্রী মসিরন বিবি ( ৬০), নাতি ইউসুফ আলী (৫), নয়ন (৮) ও নাতনি শিলা।
জানা গেছে, রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী একটি বেপরোয়া গতির ট্রাকের সঙ্গে মুখোমুখি হয় রাজবাড়ীগামী অটোরিকশা ও একটি প্রাইভেটকারের। এতে দুমড়ে মুচড়ে যায় অটোরিকশাটি। ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী এবং কালুখালী উপজেলা হাসপাতালে নেওয়ার পর আরও তিনজন নিহত হন।
রাজবাড়ী সদর ফায়ার স্টেশন কর্মকর্তা সরাজ মিয়া জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেন। এ ঘটনায় ঘটনাস্থলে তিনজন ও হাসপাতালে নেওয়ার পর তিনজনসহ মোট ৬ জন নিহত হয়েছেন। প্রাথমিকভাবে জানতে পরেছেন নিহতরা সবাই অটোরিকশায় ছিলেন।