ওয়ার্ল্ড ডেস্ক : বৃহস্পতিবার রাতে সিরিয়ার উত্তর গোতা প্রদেশের আরবান শহরে রাশিয়ান অগ্নিবোমায় ৩৭ সিরিয়ান নিহত হয়েছেন রাশিয়ান এক বোমারু বিমান আরবান শহর দিয়ে গমনকালে ন্যাপাম নামক এক ধরণের আগুন বোমা বর্ষণ করায় সেখানে আশ্রয় নেয়া ২৭ জন বেসামরিক লোক ঘটনাস্থলে দগ্ধ হয়ে মারা যান। যাদের অধিকাংশই ছিলো নারী ও শিশু।
হোয়াইট হেলমেটস’ নামক এক সংবাদ মাধ্যম খবরটি নিশ্চিত করেছে।
এছাড়াও সিরীয় সামরিক বাহিনী গোতার পূর্বাঞ্চলীয় শহর জামালকাতে বিষাক্ত ক্লোরিন গ্যাস বিস্ফোরিত করেছে। সিরিয়া ও রাশিয়ান বিমান দাউমা শহরের উপর ফসফরাস এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ৩৫ টি বিমান হামলা চালিয়েছে।
এতে যুদ্ধবিরতি চুক্তির আওতাভূক্ত এমন বহু এলাকাও হামলার স্বীকার হয়েছে বলে জানিয়েছে সিরিয়ার বিরোধীদলীয় সংবাদ মাধ্যম।
গ্রন্থনা : আব্দুস সালাম সম্পাদনা : মাসউদুল কাদির
সূত্র: আল জাজিরা