পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বৈদেশিক মুদ্রাসহ কলকাতা বিমানবন্দরে তিন বাংলাদেশি আটক হয়েছেন। বাংলাদেশ যাওয়ার পথে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে তাদের কলকাতা বিমানবন্দর থেকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৮৫০০০ মার্কিন ডলার এবং ১৯০০০ কানাডিয়ান ডলার জব্দ করা হয়।
আটককৃতরা হলেন– খিলক্ষেত, ঢাকা নিবাসী শফিকুল ইসলাম (৪৭), বাকেরগঞ্জ, বরিশাল নিবাসী নাসিরুদ্দিন মোল্লা (৫৬) এবং শরিয়তপুর নিবাসী ফিরোজ আলম (৪৯)।
বাংলাদেশ যাওয়ার পথে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে তাদের কলকাতা বিমানবন্দর থেকে আটক করা হয়।
আটককৃত ডলারের মূল্য বাংলাদেশি মুদ্রায় ৮৫ লাখ টাকারও বেশি।
জানা গেছে, এদিন সকালে শফিকুল ইসলাম কলকাতা থেকে বাংলাদেশ বিমান যোগে ঢাকায় যাচ্ছিলেন।
কলকাতা বিমানবন্দরে লাগেজ চেকিংয়ের সময় বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে থাকা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ) তার ব্যাগের ভেতরে সন্দেহজনক কিছু দেখতে পান। এ সময় তারা তাকে বিভিন্ন প্রশ্ন করেন এবং তার ব্যবহৃত মোবাইলও দেখতে চান। তাতেই সব কিছু ফাঁস হয়ে যায়। তার ব্যাগ থেকে উদ্ধার হয় ৩০ হাজার ইউএস ডলার। দুটো মোবাইলও তখন জব্দ করা হয়।
এরপরই তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে নাসিরুদ্দিন এবং ফিরোজ আলমের হদিস পান সিআইএসএফ কর্তারা। এরপর নাসিরের কাছে ১৯ হাজার কানাডিয়ান ডলার এবং ফিরোজ আলমের কাছে আরও ৩৫ হাজার ইউএস ডলার পাওয়া যায়।
পরে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ) তিন জনকেই বিমানবন্দর কাস্টমস কর্মকর্তাদের হাতে তুলে দেয়। এই অর্থের বৈধতা এবং উৎস সম্পের্ক তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে শুল্ক দফতর।