২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ , ২৯শে শাবান, ১৪৪৪ হিজরি

সৌদি নাগরিকরা অন-অ্যারাইভাল ভিসা পাবে হযরত শাহজালাল বিমানবন্দরে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সৌদি আরবের নাগরিকরা বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অন-অ্যারাইভাল ভিসা পাবেন। সোমবার ঢাকাস্থ সৌদি দূতাবাস এই ঘোষণা দিয়েছে। সৌদি গ্যাজেট এ খবর জানিয়েছে।

টুইটারে সৌদি দূতাবাস এক বিবৃতির মাধ্যমে এই ঘোষণা দিয়েছে। তারা বলেছে, বাংলাদেশ কর্তৃপক্ষ সৌদি নাগরিকদের দেশে প্রবেশে অন অ্যারাইভাল ভিসার অনুমোদন দিয়েছে।

তবে বাংলাদেশের অন্যান্য আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি নাগরিকরা এই অন অ্যারাইভাল ভিসা সুবিধা পাবেন কিনা তা এই টুইটার পোস্টে উল্লেখ করা হয়নি।

গত ৪ ডিসেম্বর বাংলাদেশ ভ্রমণে আগ্রহী সৌদি নাগরিকদের রিয়াদে বাংলাদেশ দূতাবাস বা জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল থেকে প্রয়োজনীয় ভিসা সংগ্রহের নির্দেশনা দেয়া হয়েছিল। সোমবারের এই ঘোষণায় আগের নির্দেশনা বাতিল হয়ে যাবে। বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে সৌদি নাগরিকদের আগে থেকে ভিসা সংগ্রহ করা লাগবে না। বিমানবন্দরে পৌঁছে তারা অন-অ্যারাইভাল ভিসা সুবিধা পাবেন।

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২২ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com