সৌহার্দ্য ও অসাম্প্রদায়িকতার নাম ইসলাম : রামপুরায় আল্লামা মাসঊদ

সৌহার্দ্য ও অসাম্প্রদায়িকতার নাম ইসলাম : রামপুরায় আল্লামা মাসঊদ

পাথেয় রিপোর্ট : ইসলাম হলো আল্লাহ পাকের নির্দেশিত শান্তি, সৌহার্দ্য, উদারতা, অসাম্প্রদায়িকতা, প্রেম ও ভালবাসার ধর্ম বলে মন্তব্য করেছেন ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম ও বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। তিনি বলেন, বর্তমানে আমাদের দেশের অন্যতম প্রধান সমস্যা হচ্ছে সাধারণ মানুষের সাথে আলেম-উলামাদের দূরত্ব।
সামাজিক ভেদাভেদ, দূরত্ব দূর করে সবাইকে বাংলাদেশ জমিয়তুল উলামার পতাকাতলে একত্র হয়ে আলোকিত সমাজ গঠনের আহ্বান জানান তিনি।

৩০ মে বুধবার বিকালে জামিআ কাসিমুল উলুম রামপুরা মাদ্রাসা মিলনায়তনে বাংলাদেশ জমিয়তুল উলামা আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির আলোচনায় তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ জমিয়তুল উলামার মহাসচিব মাওলানা আব্দুর রহীম কাসিমী বলেন, রমজান মাস আল্লাহর সাথে সম্পর্ক করার মাস। মুমিনদের জন্যে উচিৎ বেশি বেশি ইবাদত করে এই মাসে আল্লাহর নৈকট্য লাভ করা। আর বাংলাদেশ জমিয়তুল উলামা প্রতিষ্ঠাতার লক্ষ্য হলো, আলেম-উলামা ও জনসাধারণকে এক সামিয়ানায় নিয়ে এসে সব মুসলমানদেরকে আল্লাহর নৈকট্য লাভ করার মাধ্যমে জান্নাতের পথে নিয়ে যাওয়া।
অনুষ্ঠানের সভাপতি মাওলানা ফারুক আহমেদ জনসাধারণকে বাংলাদেশ জমিয়তুল উলামার ছায়াতলে থেকে জীবন পরিচালনা করার আহ্বান জানান।
গ্রন্থনা : আদিল মাহমুদ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *