স্যালুট আবুল বাশার
মুহাম্মদ আইয়ূব ❑ জগদ্বিখ্যাত দানবীর আরবের হাতেম তাঈ। খুব বেশী যে সম্পদের মালিক ছিলেন ব্যাপারটা তেমন নয় তবে তার মনটা ছিল অনেক অনেক ধনী! আকাশের মত উদার দিল ছিল বিধায় মানবতার তরে হাত বাড়িয়ে দিতে পেরেছিলেন নিঃসঙ্কোচে নির্দ্বিধায়। অপরদিকে কারূন; অঢেল সম্পদের মালিক। যেন তেন অঢেল নয়, এক কথায় ট্রিলিয়নর! স্বয়ং আল্লাহ রাব্বুল আ’লামীন তার সম্পদের সিম্পল দিতে যেয়ে বলেছেন, ‘আমি তাকে দান করেছিলাম এমন ধনভাণ্ডার যার চাবিগুলি বহন করা একদল বলবান লোকের পক্ষেও কষ্ট সাধ্য ছিল।’ (সূরা ক্বাসাস, ৭৬)
এত সম্পদ থাকার পরও মানব জাতি কারুনের সম্পদ দ্বারা উপকৃত হতে পারেনি। তার ধন মাটি গিলে ফেলেছে তার কার্পণ্যতার কারণে। হাতেম তাঈ আর কারূনের শিষ্যরা সব যুগেই ছিল, থাকবে। করোনার এই যুগেও তাদের দেখা মিলছে। আজ আমি আপনাদের পরিচয় করাব কিপ্টা করূনের নয় বরং হাতেম তাঈয়ের এক শিষ্যের সঙ্গে।
সারাদেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ও সঙ্কটকালীন সময়ে ব্যতিক্রমী এক মানবতার উদ্যোগ নিয়ে হয়েছেন বেশ প্রশংসিত ও আলোচিত।
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উদীয়মান ব্যবসায়ী আবুল বাশার। সারাদেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ও সঙ্কটকালীন সময়ে ব্যতিক্রমী এক মানবতার উদ্যোগ নিয়ে হয়েছেন বেশ প্রশংসিত ও আলোচিত। কি সেই ব্যতিক্রমী উদ্যোগ যা তাকে প্রশংসার বন্যায় ভাসাচ্ছে? বলছি তাহলে।
গত ১৮ এপ্রিল সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার বানিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজার-মিয়ারচর সড়কে নিজ ব্যবসা প্রতিষ্ঠান ইমন বেকারির সামনে বাদাঘাট ও পার্শ্ববর্তী বড়দল উত্তর ইউনিয়নের ২০০ কর্মহীন হতদরিদ্র পরিবারের মধ্যে এক টাকা কেজি দামে ৫০০ কেজি পুঁইশাক, করলা, কাঁচামরিচ, টমেটো, চিচিঙ্গা, বেগুন ও মিষ্টি কুমড়াসহ বিভিন্ন জাতের সবজি বিক্রি করেছেন। এর আগে আবুল বাশার বাদাঘাট ইউনিয়নের কর্মহীন, হতদরিদ্র পরিবারের মধ্যে সরকার, বিত্তবান ব্যক্তির পাশাপাশি খাদ্য সহায়তা প্রদানে এগিয়ে এসেছেন। সহায়তা হিসেবে দিয়েছেন চাল, ডাল, তেল, আটা, ময়দা, পেঁয়াজ, সাবান,মাস্ক।
প্রিয় আবুল বাশার জানান, দুর্যোগকালীন সময়ে খাদ্য সহায়তা হিসেবে তিনি বিভিন্ন জাতের চার হাজার ৫শ টাকার সবজি কিনে হতদরিদ্রদের মধ্যে তা ৪শ নব্বই টাকায় বিক্রি করেছেন। এর আগেও তিনি তার নিজ গ্রাম তাহিরপুর উপজেলার কামড়াবন্দের অর্ধশত পরিবারের মধ্যে ২১ হাজার টাকার খাদ্য সহায়তা দিয়েছেন।
প্রিয় পাঠক! প্রতিদিন এমন অনেক আবুল বাশার কিপ্টুস বিত্তবানদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় দানের জন্য,মানবতার জন্য, দুস্থদের মুখে খাদ্য তুলে দেওয়ার জন্য অঢেল সম্পদের দরকার নাই, দরকার হচ্ছে মন আর বিবেকের প্রশস্ততা! স্যালুট মানবপ্রেমিক আবুল বাশার ভাই। মানবতার তরে যুগ যুগ জিয়ো এই কামনা ও ভালবাসায় আজকের মত বিদায় নিচ্ছি।
[দেশ ও দশের জন্য আর কয়েকটি দিন ঘরে থাকুন, সতর্ক থাকুন, সবাইকে বাঁচতে দিন। বেশি বেশি দোআ, তওবা ইস্তেগফার আর কান্নাকাটি করুন,মাহে রমজানের প্রস্তুতি নিন।]
লেখক: শিক্ষক ও প্রাবন্ধিক