২৭শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ , ৪ঠা রমজান, ১৪৪৪ হিজরি

হবিগঞ্জের বাহুবলে যাচ্ছেন আল্লামা মাসঊদ

পাথেয় রিপোর্ট : ২৮ মার্চ বুধবার সকাল ১০টায় বাহুবল উপজেলা পরিষদ মাঠে এই গণসংবর্ধনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

উল্লেখ্য, “সিলেটে বঙ্গবন্ধু” ঐতিহাসিক গ্রন্থ রচনার জন্য মুক্তিযুদ্ধের সংগঠক, লেখক সৈয়দ আবদুল্লাহকে গণসংবর্ধনা অনুষ্ঠানে আসছেন আল্লামা মাসঊদ।

সংবর্ধনা বাস্তবায়নের জন্য ৩৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

উক্ত কমিটিতে বাহুবল উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বাহুবল উপজেলা শাখার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: আব্দুল হাইকে প্রধান আহবায়ক, বাহুবল উপজেলা শাখার আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও তরফরত্ন ফাউন্ডেশনের চেয়ারম্যান মো: সোহেল আহমেদ কুটিকে যুগ্ম আহবায়ক ও সৈয়দ এনামুল হককে সদস্য সচিব করা হয়।

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২২ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com