হাইআতুল উলইয়ার ফল প্রকাশ

হাইআতুল উলইয়ার ফল প্রকাশ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আল-হাইআতুল উলইয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের অধীনে অনুষ্ঠিত দাওরায়ে হাদীসের (তাকমীল) পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবারের পরীক্ষায় মোট পাসের হার ৭৮.১৪%।

বৃহস্পতিবার (১৯ মে) দুপুর দুইটার কিছু পরে ফল প্রকাশ করা হয়। ফলাফল প্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন হাইআতুল উলইয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান।

হাইআতুল উলইয়া থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বৈঠকে যারা উপস্থিত হয়েছেন- আল্লামা সাজিদুল রহমান, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা মাহফুজুল হক, মাওলানা আব্দুল হামিদ, মুফতি রুহুল আমিন, মাওলানা শামছুল হক, মাওলানা আব্দুল হালিম বোখারী, মাওলানা ফুরকানুল্লাহ খলীল, মাওলানা জিয়া উদ্দিন, মাওলানা আরশাদ রাহমানী, মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা আব্দুর রহমান হাফেজ্জী, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা মুছলিহুদ্দীন রাজুসহ হাইআতুল উলইয়ার স্থায়ী কমিটি ও পরীক্ষা উপকমিটির সদস্যরা বৈঠকে উপস্থিত হয়েছেন।

এবারের পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীর সংখ্যা ২৪৯২৯। ছাত্র সংখ্যা ১৫০৩৬, ছাত্রী ৯৮৯৩। বেফাকুল মাদারিসিলি আরাবিয়া বাংলাদেশর পরীক্ষার্থী সংখ্যা ২০৮৮৬। আযাদ দ্বীনি এদারায়ে তা’লীম বাংলাদেশের পরীক্ষার্থী সংখ্যা ১৩২০। তানযীমুল মাদারিসিল কওমিয়া বাংলাদেশের পরীক্ষার্থী সংখ্যা ৯৭০। ইত্তেহাদুল মাদারিসিল কওমিয়া বাংলাদেশের পরীক্ষার্থী সংখ্যা ৭৬০। বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গার পরীক্ষার্থী সংখ্যা ৫৫৮। বেফাকুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশের পরীক্ষার্থী সংখ্যা ৪৩৫।

ব্যক্তিগত ফলাফল হাইয়াতুল উলইয়ার অফিসিয়াল ওয়েবসাইটে দেখা যাচ্ছে। সেখানে নিবন্ধন নং ও রোল নংদিতে হয়। এসএমএস-এর মাধ্যমে কেন্দ্রীয় পরীক্ষার রেজাল্ট জানতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে বড় হাতের অক্ষরে লিখতে হবে HTR। এরপর স্পেস দিয়ে শিক্ষার্থীর রোল নাম্বার লিখে সেন্ড করতে হবে ২৯৯৩৩ এই নম্বরে। এছাড়া ফলাফল দেখার জন্য শিক্ষার্থীরা ভিজিট করতে পারেন হাইয়াতুল উলইয়ার ওয়েবসাইট ও ফেসবুক পেজ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *