পাথেয় টোয়েন্টিফোর ডটকম: বিএনপির ডাকা দুই দিনের হরতালের প্রথম দিনে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ১১টি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গত শনিবার মধ্যরাত থেকে গতকাল রোববার রাত পর্যন্ত এসব ঘটনা ঘটে।
এ ছাড়া গতকাল সুনামগঞ্জে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। নোয়াখালীতে হরতালের সমর্থনে বের করা মিছিলে হামলা ও গুলির ঘটনা ঘটেছে। গতকাল রাত সাড়ে আটটার দিকে রাজধানীর ওয়ারী থানার ফটকের সামনে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে। এর প্রায় দেড় ঘণ্টা পর রাত পৌনে ১০টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের পাশে ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
যানবাহনে আগুন
পুলিশ ও ফায়ার সার্ভিস বলছে, গতকাল ভোরে নাটোর শহরের ভবানীগঞ্জ মোড়ে নাটোর-বগুড়া মহাসড়কের পাশে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। শনিবার মধ্যরাতে ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি কাভার্ড ভ্যানে ও গভীর রাতে বগুড়া সদরে একটি ট্রাকে আগুন দেওয়া হয়েছে। গতকাল সকালে রাজধানীর কাজী আলাউদ্দিন সড়কে একটি সিএনজিচালিত অটোরিকশায় ককটেল ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে অটোরিকশায় আগুন ধরে যায়।
গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের গোদাগাড়ী উপজেলার উদপুর এলাকায় একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। গতকাল রাতে রাজধানীর ধানমন্ডি ও যাত্রাবাড়ীতে দুটি বাসে, ফেনীর মহিপালে দুটি বাসে এবং বগুড়ার নন্দীগ্রামে একটি চলন্ত ট্রাকে, রাজশাহীর পুঠিয়ায় একটি বাসে এবং গাজীপুরের টঙ্গীতে একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
এ নিয়ে গত ২৮ অক্টোবর থেকে গতকাল পর্যন্ত মোট ১৪৪টি যানবাহনে (ট্রেন ছাড়া) আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে রাজধানীতে আগুন দেওয়া হয়েছে ৯২টি যানবাহনে। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র এবং সংশ্লিষ্ট জেলার প্রতিনিধিদের পাঠানো তথ্যের ভিত্তিতে যানবাহনে আগুনের এই হিসাব পাওয়া গেছে।
ট্রেনে আগুন
হরতালের আগের দিন শনিবার গভীর রাতে জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রেনের তিনটি বগি পুড়ে যায়। এ ঘটনায় গতকাল সকালে সরিষাবাড়ী রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার আবদুস সালাম নাশকতার অভিযোগে অজ্ঞাতপরিচয় ১৫ থেকে ২০ জনের বিরুদ্ধে জামালপুর রেলওয়ে থানায় মামলা করেন।
এর আগে গত বুধবার রাতে টাঙ্গাইল রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় তিনটি বগি ক্ষতিগ্রস্ত হয়।
সংঘর্ষ ও হামলা
সুনামগঞ্জ শহরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে বিএনপির নেতা-কর্মীরা মিছিল নিয়ে মূল সড়কে আসার চেষ্টা করেন। এতে পুলিশ বাধা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে বিএনপির নেতা-কর্মীরা পিছু হটে পাড়ার ভেতর ঢুকে দুই দিক থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। পুলিশ পাড়ার গলির ভেতর ঢোকার চেষ্টা করেও ব্যাপক ইটপাটকেল নিক্ষেপের কারণে ঢুকতে পারেনি। পুলিশও মুহুর্মুহু গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এ সময় ইটপাটকেলের আঘাতে কিছু গাড়ির কাচ ভাঙে।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস বলেন, বিএনপির ৩০-৪০ জন সড়কে ইটপাটকেল নিক্ষেপ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চেয়েছিলেন। পুলিশ এসে তাঁদের বাধা দিলে সংঘর্ষ বাধে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নোয়াখালীর সেনবাগে গতকাল সকাল সাড়ে আটটার দিকে হরতালের সমর্থনে বিএনপির বিক্ষোভ মিছিলে হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। উপজেলার কাবিলপুর ইউনিয়নের আজিজপুর পোলের গোড়া এলাকায় ফেনী-নোয়াখালী মহাসড়কে এ হামলার ঘটনা ঘটে। এতে বিএনপি ও সহযোগী সংগঠনের কমপক্ষে ২০ জন ছররা গুলিতে আহত হন। এ ছাড়া পাঁচজনকে মারধর করা হয়েছে। বিএনপির অভিযোগ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের একদল কর্মী অতর্কিত মিছিলে হামলা চালান। হামলাকারীরা মিছিল লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়েন।
গতকাল সকালে হরতাল-সমর্থকেরা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি বাস ভাঙচুর করেন। ভাঙচুর করা হয় দুটি ট্রাকও। এ সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।
হরতালের সমর্থনে মিছিল
হরতালের সমর্থনে রাজধানীর কয়েকটি এলাকায় গতকাল মিছিল করেছেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। গ্রিন রোডে মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল। ফকিরাপুলে মিছিল করে ছাত্রদল। পুরান ঢাকায় মিছিল করে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদল। তেজগাঁও রেলস্টেশন এলাকায় সড়কে মিছিল করেন তেজগাঁও কলেজ ছাত্রদলের নেতা-কর্মীরা। ঢাকা মহানগর উত্তর মহিলা দল মিছিল করেছে বাড্ডা এলাকায়। তিতুমীর কলেজ ছাত্রদল মিছিল করেছে গুলশান ও বনানী এলাকায়।