২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ , ৫ই রমজান, ১৪৪৪ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মুসলিম উম্মাহের শান্তি ও কল্যাণ কামনায় আয়োজিত বিভিন্ন ইসলামি অনুষ্ঠানে যোগ দিতে ১৭ নভেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ সফরে আসছেন জানেশীনে ফিদায়ে মিল্লাত, বর্তমান বিশ্বের অন্যতম আধ্যাত্মিক রাহবার, জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি, আওলাদে রাসূল মাওলানা সাইয়্যিদ মাহমুদ আসআদ মাদানী।
বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর নির্বাহী সভাপতি ও ইকরা বাংলাদেশের প্রিন্সিপাল মাওলানা সদরুদ্দিন মাকনুন পাথেয় টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন মাওলানা মাহমুদ মাদানী। অতঃপর দুপুরেরই ফ্লাইটে সিলেট চলে যাবেন এবং বাদ আসর মাদানী খানকা, মিরাপারা, সিলেটে ইসলাহী বয়ান করবেন। বাদ মাগরিব সিলেটের হরিপুর বাজার মাদরাসায় বয়ান করে রাত ৮টায় আঞ্জুমানে হেফাজতে ইসলামের ইজতেমায় উপস্থিত থাকবেন তিনি।
মাওলানা মাকনুন বলেন, শাইখুল ইসলাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ (দা.বা.) এর আহ্বানে, বাংলাদেশ জমিয়তুল উলামার উদ্যোগে রাজধানীর খিলগাঁও চৌধুরিপাড়ায় জামিআ ইকরা বাংলাদেশ প্রাঙ্গণে দুই দিনব্যাপী ইসলাহী ইজতেমার দ্বিতীয় দিন রোববার বাদ মাগরিব ইসলাহী বয়ান করবেন আওলাদে রাসূল মাওলানা সাইয়্যিদ মাহমুদ আসআদ মাদানী।
এছাড়াও ১৭ নভেম্বর বৃহস্পতিবার থেকে ২০ নভেম্বর রোববার পর্যন্ত সারাদেশের বিভিন্ন ইসলাহী প্রোগ্রামে উপস্থিত থাকবেন জমিয়তে উলামা হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ মাদানী।