৯ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ১৯শে জিলকদ, ১৪৪৪ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মায়ের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেছে ৮ বছরের এক শিশু। শুক্রবার (২১ এপ্রিল) বিকালে ৯৯৯ এ ফোন করে এই অভিযোগ করে শিশুটি। অভিযোগের পরিপ্রেক্ষিতে শিশুটির মাকে আটক করা হয়েছে।
মিরপুর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহসীন গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, অভিযোগকারী শিশুটি মিরপুর ৬০ ফিট এলাকার একটি কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণির শিক্ষার্থী। সে জানায়, তার বাবা-মায়ের মধ্যে প্রায়ই ঝগড়া হয়। আর এ কারণে তার মা শুধু তাকে মারধর করে।
শিশুটি আরও জানায়, তার বাবা তাকে বলেছে, কখনও কোনও বিপদে পড়লে ৯৯৯ এ ফোন করতে। ফোন করলে পুলিশ আসে। সে কথা মোতাবেকই সে ৯৯৯ এ ফোন করে।
পড়ুন : শোলাকিয়ার ১৯৬তম জামাত, থাকবেন গ্র্যান্ড ইমাম আল্লামা মাসঊদ
৯৯৯ থেকে তামিমের সাথে সরাসরি মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মহসীনকে সংযুক্ত করা হয়। ফোন পাওয়ার সঙ্গে সঙ্গেই মিরপুর মডেল থানা পুলিশের একটি দল শিশুটির মাকে আটক করে আনে।