আল্লামা মাসঊদের কারামুক্তি দিবেসের স্মৃতিচারণমূলক আলোচনা সভা স্থগিত

আল্লামা মাসঊদের কারামুক্তি দিবেসের স্মৃতিচারণমূলক আলোচনা সভা স্থগিত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাংলাদেশ জামায়াতে ইসলামীর ষড়যন্ত্রে কারাবন্দী মজলুম আলেমেদ্বীন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী রহ.-এর খলীফা শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ-এর কারামুক্তির দেড় দশকপূর্তী উপলক্ষে আয়োজিত স্মৃতিচারণমূলক আলোচনা সভা করোনাভাইরাস নামক বৈশ্বিক দূর্যোগের কারণে স্থগিত ঘোষণা করা হয়েছে।

আলেম মুক্তিযোদ্ধা প্রজন্ম ফোরামের উদ্যোগে ১৯ মার্চ (বৃহস্পতিবার) রাজধানীর খিলগাঁও জামিআ ইকরা বাংলাদেশ মিলনায়তনে এ স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

বুধবার (১৮ মার্চ) গণমাধ্যমে বিবৃতি দিয়ে আলেম মুক্তিযোদ্ধা প্রজন্ম ফোরামের প্রেসিডেন্ট মাওলানা সদরুদ্দীন মাকনুন বলেন, প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশ সরকার সাময়িকভাবে সবধরনের সভা-সমাবেশ ও জনসমাগম নিষিদ্ধ করেছে। তাই নির্দেশ পালনার্থে আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ-এর কারামুক্তির দেড় দশকপূর্তী উপলক্ষে আয়োজিত স্মৃতিচারণমূলক আলোচনা সভা স্থগিত ঘোষণা করা হয়েছে।

মাওলানা মাকনুন জানান, সরকারি সিদ্ধান্ত দেখে পরিস্থিতির উন্নতি সাপেক্ষে এ অনুষ্ঠানটির নতুন তারিখ ঘোষণা করা হবে।

উল্লেখ্য, ২০০৬ সালের ১৫ মার্চ জামায়াতে ইসলামী ও শিবিরের ষড়যন্ত্রের জাল ছিন্ন করে এই মুক্তি লাভ করেছিলেন আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। জামায়াতের অভিশপ্ত কারামুক্তির পর আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে তিনি বলেছিলেন, আমার জীবনে আল্লাহপ্রেমের এই সময় আর পাবো না। ইবাদতের এই নিবিড় সময় আর কীভাবে পাবো? কখনোই পাইনি।

বিশ্লেষকগণ বলছেন, ২০০৫ সালের আগস্টে আল্লামা মাসঊদকে কারাগারে নিয়ে চরম ভুল করেছিল। তারা বলেন, আল্লামা মাসঊদ মাকামে বেলায়েত তথা আল্লাহপ্রেমের অবস্থান থেকে মাকামে নবুওয়াত তথা নবুওয়াতী কর্মাবস্থানে কারামুক্তির পর নিজেকে নিয়োজিত করেছেন।

এদিকে আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ-এর কারামুক্তির ১৪তম দিবস উপলক্ষে ১৪ মার্চ শনিবার গণতন্ত্রী পার্টি রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তিন তলায় বেলা ৩টায় আবদুস সালাম সেমিনার কক্ষে একটি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এতে উপস্থিত ছিলেন দেশের বর্ষীয়ান স্কলারগণ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *