পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দারুল উলূম দেওবন্দের নির্বাহী মুহতামীম, জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি, আমীরুল হিন্দ আল্লামা ক্বারী সাইয়্যিদ মুহাম্মদ উসমান মানসুরপুরী এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।
আজ (২১ মে) বিকালে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় আল্লামা মাসঊদ বলেন, হযরত আল্লামা ক্বারী উসমান মানসুরপুরী এর ইন্তেকালে দক্ষিণ এশিয়ার মুসলমানগণ এক মহৎপ্রাণ দরদি অভিভাবককে হারালো। বিশেষত ভারতীয় মুসলমানদের রক্ষায় এবং তাদের যাবতীয় উন্নয়নকল্পে তিনি তাঁর জীবনকে উৎসর্গ করেছিলেন।
আল্লামা ক্বারী উসমান মানসুরপুরী এর ইন্তেকাল ধর্মীয় শিক্ষাঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি মন্তব্য করে আল্লামা মাসঊদ বলেন, দারুল উলূম দেওবন্দে তিনি দীর্ঘদিন অধ্যাপনা করেছেন। কিছুকাল পূর্বে তিনি হাদীস অধ্যাপনার পাশাপাশি দেওবন্দের নির্বাহী মুহতামীমের দায়িত্বভার গ্রহণ করেছিলেন। করোনাভাইরাসের কবল থেকে পৃথিবী মুক্তি পেলে তাঁর সুদক্ষ, সুচিন্তিত ও সুকৌশলী নেতৃত্বে দেওবন্দীধারার মাদরাসাগুলো আরও বহুদূর এগিয়ে যেতো।
আল্লামা ক্বারী উসমান মানসুরপুরী এর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আল্লামা মাসঊদ বলেন, আল্লাহ তাআলা তাঁর সন্তান-সন্তুতি ও পরিবারবর্গকে শোক সইবার ও ধৈর্য্যধারণের তাওফিক দান করুন।
প্রসঙ্গত, আজ শুক্রবার (২১ মে) দুপুর দেড়টায় জুমার নামাযের সময় গুরুতর অসুস্থ অবস্থায় ভারতের গুরগাঁও হাসপাতালের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আল্লামা ক্বারী উসমান মানসুরপুরী। তাঁর ছেলে মাওলানা আফ্ফান মানসুরপুরী ইন্তেকালের সংবাদ নিশ্চিত করে বলেন, আমার শ্রদ্ধেয় পিতার জন্য আপনারা সবাই ইছালে সওয়াব পূর্বক দুআ করবেন, আল্লাহ যেন তাঁকে মাফ করে দেন এবং উত্তম প্রতিদান করেন। শোকাহত পরিবারের সবার জন্যও দুআ কামনা করেছেন মাওলানা আফ্ফান।
এর আগে আল্লামা ক্বারী সাইয়্যিদ মুহাম্মদ উসমান মানসুরপুরী দুই সপ্তাহ যাবৎ অসুস্থ ছিলেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বাড়িতেই তাঁর চিকিৎসা চলছিলো। কিন্তু গত বুধবার (১৯ মে) তার শারিরিক অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়।