জানুয়ারিতে জামিআ ইকরায় আন্তর্জাতিক হাদীস কনফারেন্স
পাথেয় টেয়েন্টিফোর ডটকম : বাংলাদেশে এই প্রথম রাজধানীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান জামিআ ইকরা বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক হাদীস কনফারেন্স ও উচ্চতর সনদ প্রদান মজলিস। মুহাদ্দিসীনদের যুগের অনুসরণে মতনে হাদীসের তেলাওয়াত হবে এই কনফারেন্সে। জামে তিরমিযি আদ্যোপান্ত পড়া হবে এই মুবারক মজলিসে। বর্তমান বিশ্বের প্রবীন মুহাদ্দিসীন এ দরসে উপস্থিত থাকবেন। বিভিন্ন দেশের হাদীসের ছাত্ররা অংশ গ্রহণ করবেন তেলাওয়াতে হাদীসের অনুষ্ঠানে।
জামিআ ইকরা বাংলাদেশ মিলনায়তনে আগামি ১২ জানুয়ারি ২০২০ রোববার থেকে ১৭ জানুয়ারি ২০২০ শুক্রবার পর্যন্ত এই কনফারেন্স অনুষ্ঠিত হবে। কনফারেন্স শেষে উপস্থিত শিক্ষার্থীদের সনদ প্রদান করা হবে বলে জানিয়েছেন কাকরাইল সার্কিট হাউজ মসজিদের খতিব ও জামিআ ইকরা বাংলাদেশের রঈস মাওলানা আরীফ উদ্দীন মারুফ।
জামেউল ইমাম তিরমিযী কনফারেন্সে দরস ও সনদ প্রদান করবেন-
১. শাইখুল ইসলাম সাইয়্যিদ হুসাইন আহমদ মাদানী (রহ.)-এর ছাত্র আল্লামা আব্দুল বারী কাসেমী, বাংলাদেশ।
২. শাইখুল ইসলাম সাইয়্যিদ হুসাইন আহমদ মাদানী (রহ.)-এর ছাত্র আল্লামা বিলাল আসগার কাসেমী, সাহরানপুর, ভারত।
৩. শাইখুল ইসলাম সাইয়্যিদ হুসাইন আহমদ মাদানী (রহ.)-এর ছাত্র আল্লামা মুহাম্মাদ গানেম কাসেমী, সাহরানপুর, ভারত।
৪. ফখরুল মুহাদ্দিসীন মাওলানা সাইয়্যিদ ফখরুল হাসান মুরাদাবাদী (রহ.)-এর ছাত্র আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ, বাংলাদেশ।
৫. সনদ ও মতনসহ কুতুবে সিত্তাহ-এর হাফেজ ও উলূমে হাদীস বিশেষজ্ঞ শায়খ হাসান হায়দার আল-ওয়ায়েলী, ইয়ামেন।
৬. শাইখুল হাদীস মাওলানা মুহাম্মাদ যাকারিয়া কান্ধলভী (রহ.)-এর ছাত্র শায়খ আব্দুল ওয়াহিদ আল মাযাহেরী, সৌদি আরব।
৭. শায়খ আবুল খায়ের আল-মাদানী (রহ.)-এর ছাত্র শায়েখ মুহাম্মাদ আব্দুল মাজেদ আল হান্নাবী, সিরিয়া। মুক্বিম মদনিা।
৮. শায়খ মুহাম্মাদ আশ শাযালী, নিউফর, তিন্নিসী (রহ.)-এর ছাত্র ও মাখতুতাত ও উলূমে বিশেষজ্ঞ শায়খ নাজম আব্দুর রহমান খালাফ, ইরাক।
৯. শাইখুল হিন্দ ও মাওলানা ইয়াকুব নানুতুবী রহ.এর শাগরিদ আল্লামা রাসূল খান হাজারাভী (রহ.)-এর ছাত্র মাওলানা নুরুদ্দীন লাহোরী, বাংলাদেশ।
১০. শায়েখ নাসির খান (রহ.)-এর ছাত্র মাওলানা আব্দুর রহীম কাসেমী, বাংলাদেশ।
আন্তর্জাতিক হাদীস কনফারেন্সে ১৫ জনের বেশী বিদেশী শিক্ষার্থী উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন মাওলানা আরীফ উদ্দীন মারুফ।
জামিআ ইকরা বাংলাদেশের রঈসের কাছে সবার জন্য কনফারেন্সে উপস্থিতি উন্মুক্ত থাকবে কিনা জানতে চাইলে তিনি পাথেয় টোয়েন্টিফোর ডটকম-কে বলেন, মুহাদ্দীসীন উলামায়ে কেরামদের জন্য দরস উন্মুক্ত থাকবে। এছাড়া ইফতা বিভাগ ও দাওরায়ে হাদীসের শিক্ষার্থীরা দরসে বসতে পারবে। তবে সবাইকে অবশ্যই আগে রেজিস্ট্রেশন করতে হবে।
রেজিস্ট্রেশনের ঠিকানা: ১২২৭/এ/১ চৌধুরিপাড়া, খিলগাঁও, ঢাকা- ১২১৯ (জামিআ ইকরা বাংলাদেশ)। মোবাইল-০১৭১৫৮১০৬৫৩, ০১৮১৭০৯৩১৫৪।