জুমার দিন মসজিদে মসজিদে দুআ দিবস পালন করুন : আল্লামা মাসঊদ

জুমার দিন মসজিদে মসজিদে দুআ দিবস পালন করুন : আল্লামা মাসঊদ

প্রসঙ্গ করোনা ভাইরাস  

জুমার দিন মসজিদে মসজিদে দুআ দিবস পালন করুন : আল্লামা মাসঊদ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম :: সোমবার সকালে এক বিবৃতিতে প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে বাঁচতে তাওবা করে আল্লাহর পথে ফিরে আসার আহ্বান জানিয়ে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী রহ.-এর খলীফা শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেছেন, এ জাতীয় প্রাণঘাতী মহামারী আসে মহান আল্লাহর নাফরমানী বেড়ে গেলে। এটা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া কেবল ভাইরাস নয়। নাফরমানীর কারণে অনেক বড় গজবও। এ থেকে পরিত্রাণের জন্য একমাত্র উপায় হলো মানুষকে আল্লাহমুখী হওয়া। আল্লাহর কাছে ছুটে আসা। রোনাজারী করা। বান্দা আল্লাহকে ভুলে গেছে বলেই প্রাণঘাতী করোনা ভাইরাস এ্যাটাক করেছে।

দেশের ইমামদের কাছে জুমার দিন মসজিদে মসজিদে দুআ দিবস পালনের আহ্বান জানিয়ে আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সব মসজিদে দুআ দিবস পালন করুন। আল্লাহর কাছে রোনাজারী করুন। একমাত্র আল্লাহ তাআলাই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া এই মহামারী থেকে আমাদেরকে মুক্তি দিতে পারেন।

রোববার (০৮ মার্চ ২০২০) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিত একই কথা বলেন তিনি।

কেবল বাহ্যিক সতর্কতা অবলম্বনে প্রাণঘাতী মহামারী থেকে বাঁচার উপায় নেই উল্লেখ করে আল্লামা মাসঊদ বলেন, আমরা সতর্ক থাকবো। নিজেদেরকে সুরক্ষা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো। বাহ্যিক উপায়ে বাঁচার সব চেষ্টা করবো। কিন্তু কেবল বাহ্যিক সতর্কতা অবলম্বনেই করোনা ভাইরাস থেকে মুক্তি সম্ভব নয়। আমাদেরকে তাওবা করতে হবে। গোনাহ ছাড়তে হবে। আল্লাহর কাছে ফিরতে হবে।

বাংলাদেশসহ বিশ্বের সব মানুষকে আল্লাহ ভালো রাখুন এ প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, পৃথিবীর অন্যান্য দেশ থেকে অনেক বেশি অরক্ষিত এবং অস্বাস্থ্যকর আমাদের বাংলাদেশ। এ দেশে সংক্রমণে চীনের চেয়েও ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়ে যেতে পারে। তাই এই মরণব্যাধী রোগ থেকে বাঁচতে সবধরনের গুনাহ থেকে তাওবা করে আল্লাহর রাহে ফিরে আসতে হবে। আল্লাহর করুণা ছাড়া আর কোনো উপায় নেই এ থেকে বাঁচার।

করোনা ভাইরাস আল্লাহর গজব, আল্লাহর আজাব মোকাবেলা করার শক্তি কারও নেই বলে মন্তব্য করে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান বলেন, করোনা ভাইরাসের মত মহামারীগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকেই আসে। এগুলো আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য শাস্তি স্বরূপ। পৃথিবীর কোন শক্তি নেই তার মোকাবেলা করার। সকল মানুষ ঐক্যবদ্ধ হয়ে গেলেও তার মোকাবিলা করা সম্ভব হবে না।

মানুষের বদ আমলের কারণেই করোনা ভাইরাসের মত রোগ আসে জানিয়ে আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, বর্তমান বিশ্বে খারাপ কাজের পরিমাণ দিনদিন বেড়েই চলছে। মানুষ এখন ভালো কাজ করতে চায় না। মানুষ যখন গুনাহের কাজ করে, বদ আমল করে, তখন এর প্রভাব প্রকৃতির উপর পড়ে। আর মানুষের বদ আমলের কারণেই আল্লাহ তাআলার পক্ষ থেকে করোনা ভাইরাসের মত রোগ আসে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *