পাথেয় রিপোর্ট : জয়পুরহাট শহরের আরামনগর মহল্লার একটি বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে ৮ সদস্যের একটি পরিবারের সবাই নিহত হয়েছেন। ঘটনাস্থলেই পরিবারের ৩ জন নিহত হলে, দগ্ধ ৫ জনকে হাসপাতালে নেয়া হয়েছিল। কিন্ত এদের কাউকেই বাঁচানো যায়নি আর। অবশেষে আগুনে পুড়ে মৃত্যু হলো একই পরিবারের ৮ জনের।
০৬ নভেম্বর বুধবার রাতে জয়পুরহাট পৌর এলাকার শহীদ জিয়া ডিগ্রি কলেজের অদূরে আরামনগর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতরা হলেন-বাড়ির গৃহকর্তা আব্দুল মোমিন, মোমিনের মা মোমেনা বেগম, মোমিনের বাবা দুলাল হোসেন, স্ত্রী পরীনা বেগম, বড় মেয়ে বৃষ্টি, জমজ দুই মেয়ে হাসি ও খুশি এবং ছোট ছেলে তাইমুল ইসলাম নুর।
জয়পুরহাট ফায়ার সার্ভিস ও পুলিশ জানান, রাত ৯টার দিকে জয়পুরহাট শহীদ জিয়া ডিগ্রি কলেজের অদূরে ব্যবসায়ী আবদুল মোমিনের বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। এতে আগুনে পুড়ে আবদুল মোমিন, তার মা মোমেনা বেগম ও মেয়ে বৃষ্টি ঘটনাস্থলেই মারা যান। এসময় বাড়ীর আরও ৫ সদস্য দগ্ধ হন। তাদের শরীরের অনেক অংশই পুড়ে গেছে। আশঙ্কাজনক অবস্থায় জয়পুরহাট জেলা হাসপাতালে নেয়া হলে সেখানকার কর্তব্যরত ডাক্তাররা উন্নত চিকিৎসার জন্য পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করেন।
তবে জয়পুরহাট ফায়ার স্টেশনের পরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, আগুনে দগ্ধ অবস্থায় প্রথমে ৮ জনকে জয়পুরহাট আধুনিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা ৩ জনকে মৃত ঘোষণা করেন। অপর ৫ জনকে দগ্ধ অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ৪ জনের মৃত্যু হয়। জীবিত বাকি ১ জনকে বগুড়া থেকে ঢাকা নেওয়ার পথে তারও মৃত্যু হয়।