নবীজিকে চিঠি লিখে পেল ‘ওমরা হজ’ পুরস্কার

নবীজিকে চিঠি লিখে পেল ‘ওমরা হজ’ পুরস্কার

নবীজিকে চিঠি লিখে পেল ‘ওমরা হজ’ পুরস্কার

পাথেয় টেয়েন্টিফোর ডটকম :: আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম আয়োজিত ‘নবীজিকে চিঠি লিখে ঘুরে এসো মদিনায় ২০১৯’ শীর্ষক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দুপুর ৩টা থেকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে শুরু হয় মহতি এ মজলিস।
এতে ‘নবীজিকে চিঠি লিখে ঘুরে এসো মদিনায়’ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কয়েক শ’ শিক্ষার্থীদের মধ্য থেকে ২০ জন সৌভাগ্যবান পুরস্কার পান। এছাড়াও পবিত্র রবিউল আউয়াল মাসজুড়ে আওয়ার ইসলামের আয়োজনে সিরাতুন্নাবী সা. কুইজ প্রতিযোগিতার ৩০ জন বিজয়ীকেও পুরস্কৃত করা হয়।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক হুমায়ুন আইয়ুবের সভাপতিত্বে মহতি এ আয়োজনে দেশবরণ্য আলেম-ওলামা, লেখক ও কবি-সাহিত্যিক ও ‘নবীজিকে চিঠি লিখে ঘুরে এসা মদিনায়’ এর সকল অংশগ্রহণকারীসহ বিভিন্ন মাদরাসা, স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
চিঠি প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে ওমরাহ পালনের সুযোগ পেয়েছেন আল জামিয়া ইসলামিয়া পটিয়া চট্রগ্রামের শিক্ষার্থী আমজাদ ইউনুস, দ্বিতীয় পুরস্কার বাই সাইকেল পেয়েছেন জামিয়া আরাবিয়া রাহমানিয়ার শিক্ষার্থী ওমায়ের বিন রফিক, তৃতীয় বিজয়ী হয়ে বাই সাইকেল পেয়েছেন মো: মাছুম মুনতাসির।

অনুষ্ঠানে আলোচনা করেন, মাওলানা আহমাদ আলী, মাওলানা মুসলেহ উদ্দিন রাজু, মুফতি মোহাম্মদ আলী, মাওলানা মোশাররফ হোসেন মাহমুদ, মাওলানা আহমদ গালিব, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা মজিবুর রহমান হামিদী, মুফতি সালমান আহমদ, মাওলানা নূরুল ইসলাম, কবি মহিউদদ্দিন আকবর, মুফতি হাবিবুর রহমান মিছবাহ, মাসউদুল কাদির, মিরাজ রহমান, মুনিরুল ইসলাম প্রমুখ।

এ্যছাড়াও অন্যান্য ১৭ জন বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় আকর্ষণী পুরস্কার। তারা হলেন- ৪. মারিয়া তাসনিম, জামিয়া মিল্লিয়া আয়েশা সিদ্দিকা রা. লিল বানাত, সেতারা, পল্লবী, মিরপুর-১, ঢাকা, ৫. আব্দুর রাজ্জাক, জামিয়া সাঈদিয়া কারিমীয়া মাদরাসা, সাঈদনগর, ঢাকা, ৬. মো মোস্তফা কামাল, শেখ নুরুদ্দিন রহ. দারুল কুরআন মাদরাসা, চৌধুরীপড়া, ঢাকা, ৭. জান্নাতুল নাঈমা, কক্সবাজার সরকারি কলেজ, কক্সবাজার, ৮. শহিদুল ইসলাম, জামিয়া ইসলামিয়া ইসলামবাগ, লালবাগ, ঢাকা, ৯. ফাতেমা জান্নাত, আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা, ১০. আসাদুল্লাহ সুলতান, শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদরাসা, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ। ১১. তানভির সিরাজী, জামিউল উলুম মাদরাসা, ঢাকা, ১২. আদিবা বিনতে আমির, জামিয়া হাফসা রাযি., মাদানীনগর, মধ্য বাড়েরা, ময়মনসিংহ, ১৩. নুজহাত সাবা সুমাইয়া, জামালপুর , ১৪. জাহেদুল আলম, ইতিহাস বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ১৫. আহমাদ তারেক, জামিয়া মাদানিয়া বারিধারা, গুলশান, ঢাকা , ১৬. মারদিয়া আক্তার, বরিশাল, ১৭. সজীব মাহমুদ, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ১৮. হুসাইন আহমেদ বিন জয়নুল আবেদীন, ইসলামিক রিসার্চ সেন্টার, বসুন্ধরা, ঢাকা, ১৯. মো: মোজাম্মিল আল ফারাবী, জামিয়া কাসিমুল উলুম দরগাহ, সিলেট, ২০. নাছরিন শিফা, ইক্বরা মহিলা মাদ্রাসা, লাকসাম, কুমিল্লা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *