২৭শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ , ১৩ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ , ২৬শে জিলকদ, ১৪৪৩ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সুনামগঞ্জ-সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলের বন্যাপীড়িত ও ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পুনর্বাসনে সহায়তার এবং দুর্যোগমুক্তির জন্য তওবা করার আহ্বান জানিয়েছে ‘বাংলাদেশ জমিয়তুল উলামা।’
রোববার (১৯ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির চেয়ারম্যান ও শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম শাইখুল ইসলাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ এ আহ্বান জানান।
তিনি বলেন, ‘দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি ভয়াবহ, বিপুল সংখ্যক মানুষ গৃহবন্দি। বিপর্যস্ত জনজীবন, মানুষ খাবার সংকটে ভুগছে, ঘরবাড়ি বিলীন হয়ে যাচ্ছে। এসব অসহায় মানুষের জীবন রক্ষার জন্য মানবিক সহযোগিতা প্রয়োজন। আর অসহায়-দুর্গত মানুষদের সাহায্য করা মুসলমানদের কর্তব্য। এ জন্য যাদের সামর্থ্য রয়েছে আমরা তাদের পাশে দাঁড়াই। যাদের আর্থিক সামর্থ্য নেই তারা তাদের জন্য দুআ করি।’
তওবা ও দুআর মাধ্যমে এসব প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচার সুযোগ রয়েছে জানিয়েছে ফিদায়ে মিল্লাত মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী (রহ.) এই খলীফা বলেন, ‘আল্লাহ তাআলা পৃথিবীতে নানাবিধ আপদ-বিপদ ও মুসিবত দিয়ে বান্দাকে পরীক্ষা করেন। তাই দেশের এই দুর্যোগে ধৈর্যধারণ করে আমাদের প্রত্যেকের তাওবা-ইসতেগফার, জিকির-আজকার করে দুআ করা উচিত।’
বানভাসি মানুষের দুর্দশায় শোকপ্রকাশ করে আল্লামা মাসঊদ বলেন, ‘আমি বন্যা কবলিত মানুষের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার জন্য সরকার ও বাংলাদেশ জমিয়তুল উলামার সকল পর্যায়ের নেতাকর্মীসহ দলমত নির্বিশেষে সবাইকে বন্যার্তদের পুনর্বাসনে সহায়তা করার আহ্বান জানাই। আল্লাহ তাআলা আমাদেরকে বন্যা, ঝড়-তুফানসহ যাবতীয় প্রাকৃতিক দুর্যোগ থেকে হেফাজত করুন। আমিন।’
আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ এর তত্ত্বাবধানে পরিচালিত সেবাসংস্থা ‘ইসলাহুল মুসলিমীন পরিষদ বাংলাদেশ’-এর সিলেট-সুনামগঞ্জ অঞ্চলে জরুরী ত্রাণ কার্যক্রম চলমান