- আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ
আমরা জানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যামানায় এক জিহাদ হলো জঙ্গে মোতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন সাহাবী সম্পর্কে বললেন যে তমুকে শহীদ হলে তমুক আমির হবে । তমুকে শহীদ হলে তমুক আমির হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপর তোমরা নিজেরা এর ব্যবস্থা করবে। এর মধ্যে একজন ছিলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রা.। রাসূলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এ কথা বলেছেন যে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হলে তমুক আমির হবে, তখনই তার একীন ও বিশ্বাস হয়ে যায় উনি শহীদ হয়ে যাবেন।
এরপর তিনি বাড়িতে গেলেন। রওয়ানা যখন হবেন তখন বিবি সাহেবা বললেন, চলুন একটু আল্লাহর কাছে দুআ করি। আপনি আল্লাহর রাস্তায় যাচ্ছেন। তিনি বললেন, চলো। এরপর বিবি দুআ করলেন, ‘হে আল্লাহ! তুমি আমার স্বামীকে তোমার রাস্তায় নাও, তিনি যেন খুব বাহাদুরীর সাথে জিহাদ করতে পারেন। পরে তুমি তাকে বিজয়ী করে আবার বাড়িতে ফিরিয়ে নিয়ে এসো। সঙ্গে সঙ্গে তিনি তরবারি দিয়ে স্ত্রীর হাতে আঘাত করে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যদি শহীদ হয় তাহলে তোমরা আর একজন আমির বানিয়ে নিবে। এর মানে হলো আমি শহীদ হয়ে যাবো। আর তুমি আমার বাঁচার দুআ করছ?
(রুহানী খোরাক গ্রন্থ থেকে চয়িত)