শাইখ আব্দুল্লাহ মারুফীর উপস্থিতিতে ইমাম শাইবানী ফিকহ একাডেমির দস্তারে ফযিলত মাহফিল অনুষ্ঠিত

শাইখ আব্দুল্লাহ মারুফীর উপস্থিতিতে ইমাম শাইবানী ফিকহ একাডেমির দস্তারে ফযিলত মাহফিল অনুষ্ঠিত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: গতকাল (মঙ্গলবার) রাতে বেশ আড়ম্বরতার সাথে অনুষ্ঠিত হলো ইমাম শাইবানী ফিকহ একাডেমির দস্তারে ফযিলত মাহফিল। এতে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন এই ভারত উপমহাদেশের ইলমী প্রাণকেন্দ্র, মাদরাসাকুল শিরোমণি দারুল উলুম দেওবন্দের কিসমুল হাদীস এর প্রধান মুশরিফ মুফতি আব্দুল্লাহ মারুফী হাফিজাহুল্লাহ। শায়েখ আব্দুল্লাহ মারুফী প্রথমে ইকরা তাহফিজুল কুর’আনের বার্ষিক প্রতিযোগীতার পুরস্কার প্রদান করেন পরে ইমাম শাইবানী ফিকহ একাডেমির পঁচিশজন শিক্ষার্থীকে সম্মাননা পাগড়ী পরিয়ে দেন। অতঃপর ফারেগীনদের উদ্দেশ্যে তিনি সারগর্ভ বয়ান পেশ করেন।

ইমাম শাইবানী ফিকহ একাডেমির পঁচিশজন শিক্ষার্থীকে সম্মাননা পাগড়ী পরিয়ে দেন শায়েখ আব্দুল্লাহ মারুফী হাফিজাহুল্লাহ

 

বয়ানে তিনি বলেন, ইমাম শাইবানী ফিকহ একাডেমির কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে বলেন, ‘ইমাম মুহাম্মাদ ইবনুল হাসান আশ শাইবানী রহিমাহুল্লাহ এর নামে নামাঙ্কিত এই ফিকহ একাডেমী মূলত অগ্রজ শিক্ষার্থীদের ফিকহ ও মাসায়েলে শরঈয়্যাহ চর্চার জন্য প্রতিষ্ঠা করা হয়েছে। এবং আলহামদু লিল্লাহ এর কর্মচাঞ্চল্য ও প্রাণবন্ত শিক্ষা কার্যক্রমের বেশ প্রশংসা শোনা যাচ্ছে।’

এটা জরুরী নয় যে, পড়ালেখা শেষ করে সবাইকে শিক্ষকতা করতে হবে

বয়ানের এক পর্যায়ে তিনি বলেন, ‘এটা জরুরী নয় যে, পড়ালেখা শেষ করে সবাইকে শিক্ষকতা করতে হবে। কারণ সবারই নিজ নিজ ভিন্ন ভিন্ন প্রয়োজন ও চাহিদা রয়েছে। ইমাম মুহাম্মাদ রহ. ব্যবসায়ী লোকদেরকে হালাল হারামের মাসায়েল শিখানোর ব্যাপারে বেশ গুরুত্বারোপ করতেন। হালাল হারাম সম্পর্কে জানা সবার জন্য জরুরী।’

ইমাম শাইবানী ফিকহ একাডেমির চেয়ারম্যান মাওলানা সদরুদ্দীন মাকনুন হাফিজাহুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাহফিলে আরও কথা বলেন, বিশিষ্ট আদীব ও মুহাদ্দীস, জামি’আ ইকরা বাংলাদেশের সম্মানিত রঈস শাইখ আরিফ উদ্দীন মারুফ হাফিজাহুল্লাহ। আরও উপস্থিত ছিলেন ইদারাতুল উলুম আফতাব নগর মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মুহাম্মাদ আলী হাফিজাহুল্লাহ, ইমাম শাইবানী ফিকহ একাডেমির প্রধান মুফতি শাইখ সাইফুল ইসলাম কাসেমী হাফিজাহুল্লাহ। ইমাম শাইবানী ফিকহ একাডেমির পরিচালক মুফতি আব্দুস সালাম ইবনু হাশিমের মনোরম সঞ্চালনায় অনুষ্ঠান সমাপ্ত হয় শাইখ আব্দুল্লাহ মারুফী হাফিজাহুল্লাহ এর আবেগঘন দু’আ ও মুনাজাতের মাধ্যমে।

শিরস্ত্রাণ সজ্জিত ইমাম শাইবানী ফিকহ একাডেমির শিক্ষার্থীরা

 

উল্লেখ্য যে, মুফতি তৈরী নয়, শিক্ষার্থীদের মাঝে ফিকহের যাওক ও তাফাক্কুহের প্রেরণা জাগাই প্রতিপাদ্য  নিয়ে সাপ্তাহিক ফিকহ চর্চার অভিনব এক আয়োজন নিয়ে গত রমযানের পরে চালু হইয়েছিলো নামক হানাফী ফিকহের বিশেষায়িত প্রতিষ্ঠান ‘ইমাম শায়বানী ফিকহ একাডেমী’ । সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারকে কাজে লাগিয়ে ফিকহ ও উসূলুল ফিকহের উচ্চতর গ্রন্থগুলো পাঠ; আর সপ্তাহজুড়ে মুতালা’আ ও তামরীনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের সামনে ফিকহের সুবিশাল জগতে প্রবেশদ্বার উন্মোচিত হয়েছে বলে গত এক বছরের কার্যক্রম বিশ্লেষণ করে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

অভিনব মানহাজ ও মানহাজিয়্যাতের উপর বিনির্মিত এই কিসমুল ফিকহ–এর ভর্তি কার্যক্রম ইতিমধ্যে আরম্ভ হয়ে গিয়েছে। কওমী মাদরাসার দাওরা হাদীস ও আলীয়া মাদারসার ফাদিল সম্পন্নকারী শিক্ষার্থীগণ কেবল এখানে ভর্তির জন্য মনোনীত হবেন। আগ্রহীরা নিম্মলিখিত নাম্বারে যোগাযোগ করে ভর্তি নিশ্চিত করতে পারবেন—

০১৮২৯ ৬৬ ৯৯ ২১
০১৯৬৬ ৪৯ ৮৫ ০৫

কিংবা সরাসরি আমাদের কার্যালয়ে এসেও ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। আমাদের ঠিকানা—

১/জি, বৌবাজার রোড, পূর্ব রামপুরা (বেটার লাইফ হাসপাতালের পেছনে) ঢাকা -১২১৯

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *