২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ , ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ , ৩০শে শাবান, ১৪৪৪ হিজরি

হৃদয়ের কান খোলা থাকলে আল্লাহর কথা শোনা যায় : আল্লামা মাসঊদ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : হৃদয়ের কান খোলা থাকলে বান্দা আল্লাহ তাআলার কথা শুনতে পারেন বলে জানিয়েছেন শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শাইখুল ইসলাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

শুক্রবার (২ ডিসেম্বর) রাজধানী ঢাকার চৌধুরীপাড়ায় শেখ জনুরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসার দুই দিনব্যাপী ৩০ সালা দস্তারবন্দী সম্মেলনের দ্বিতীয় ও শেষ দিন বাদ এশা বয়ানে এ কথা বলেন তিনি।

শেখ জনুরুদ্দীন রহ. মাদরাসার ৩০ সালা দস্তারবন্দীর প্রসঙ্গে মাদরাসাটির দীর্ঘকালের সাবেক শাইখুল হাদীস আল্লামা ফরীদ মাসঊদ বলেন, আজকের দিন কোনো সাধারণ দিন নয়। আজকের রাত কোনো সাধারণ রাত নয়। আজকে এক মহান উদ্দেশ্যকে সামনে রেখে আমরা একত্রিত হয়েছি। যারা এ মাদরাসা থেকে ফারেগ হয়ে সমাজে ইসলামের খেদমত করছেন তাদেরকে পাগড়ি প্রদান করা হবে। আমরা যারা আজ দুনিয়াতে তাদের পাগড়ি প্রদান দেখছি, কেয়ামতের দিন এই পাগড়িওয়ালারাই আমাদের নাজাতের কারণ হবেন, ইনশাআল্লাহ।

তাফসীর মাহফিলে বসার দুই আদবের কথা জানিয়ে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান বলেন, তাফসীর মাহফিল থেকে উপকৃত হতে চাইলে দুটি বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে। এক. হেদায়েত পাওয়ার উদ্দেশ্য বসা। দুই. আল্লাহকে চিনতে পারা।

হেদায়েত পাওয়ার নিয়তে কুরআন পড়তে ও শুনতে হবে উল্লেখ করে শাইখুল ইসলাম বলেন, কুরআন শুধু পড়লেই বা তাফসীর শুধু শুনলেই সর্বোচ্চ ফায়দা পাওয়া যাবে না, হেদায়েত পাওয়ার নিয়তে কুরআন পড়তে ও শুনতে হবে। ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের পথ দেখাবেন।

ফিদায়ে মিল্লাত রহ.-এর এই খলীফা আরও বলেন, হেদায়েতের নিয়তে কুরআন পাঠ করলে হেদায়েত পাওয়া যায়, ঈমানের নূর বৃদ্ধি পায়। আর বক্রতার উদ্দেশ্যে কুরআন পাঠ করলে আল্লাহ তাআলা তাকে পথভ্রষ্ট করেন। তাকে আরও অন্ধকারে ঠেলে দেন। এভাবে সে কখনও আলোর পথ পায় না।

হৃদয়ের কান খোলা থাকলে আল্লাহ তাআলার কথা শোনা যায় জানিয়ে এই আধ্যাত্মিক রাহবার বলেন, আমাদের শরীরের যেমন চোখ, কান আছে, তেমনি অন্তরেরও চোখ, কান আছে। যাদের অন্তরচক্ষু খুলে যায় তারা আল্লাহ তাআলাকে দেখতে পারেন। যাদের হৃদয়ের কান খুলে গেছে, তারা আল্লাহ তাআলার কথাও শুনতে পারেন। আল্লাহওয়ালা ব্যক্তি আল্লাহ তাআলার কথা শুনতে পান। আমাদের সাধারণ মানুষদের হৃদয়ের কান খোলা নেই বলে আল্লাহ তাআলার কথা আজ আমরা শুনতে পাই না।

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২২ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com