আল্লামা আরশাদ মাদানীর আরোগ্য কামনায় দুআ চেয়েছেন আল্লামা মাসঊদ

আল্লামা আরশাদ মাদানীর আরোগ্য কামনায় দুআ চেয়েছেন আল্লামা মাসঊদ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বার্ধক্য জনিত কারণে গুরুতর অসুস্থ হয়ে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন জমিয়তে উলামা হিন্দের সভাপতি, দারুল উলূম দেওবন্দের সদরুল মুদাররিসীন, আমিরুল হিন্দ, আওলাদে রাসূল আল্লামা সায়্যিদ আরশাদ মাদানী।

আজ বুধবার (২৪ আগস্ট) সকালে দিল্লীর ফোর্টিস হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে।

এদিকে হযরতের পরিপূর্ণ সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দুআ চেয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, শাইখুল ইসলাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

বারিধারা নিজ বাসভাবন থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আল্লামা মাসঊদ বলেন, মাওলানা আরশাদ মাদানী গত কয়েকদিন ধরেই বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি জ্বর, ডায়রিয়ায় ভুগছিলেন। আজ সকাল ১১টার দিকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। আমি দেশবাসীর কাছে হযরতের পরিপূর্ণ সুস্থতার জন্য দুআ চাচ্ছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *