করোনা শঙ্কায় দারুল উলূম দেওবন্দে পরিষ্কার-পরিচ্ছন্নতার ঘোষণা

করোনা শঙ্কায় দারুল উলূম দেওবন্দে পরিষ্কার-পরিচ্ছন্নতার ঘোষণা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : প্রাণঘাতি করোনা ভাইরাস থেকে বাঁচতে ভারতের বিখ্যাত দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দ পরিস্কার-পরিচ্ছন্নতার নির্দেশ দিয়েছে মাদরাসা কতৃপক্ষ।

শুক্রবার (৬ মার্চ) মাদরাসা কতৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ প্রদান করা হয়। নির্দেশে বলা হয়েছে, দেশের নানান প্রান্তে হানা দিয়েছে করোনা ভাইরাস। এর থেকে পরিত্রাণ পেতে ছাত্রদের নিজ নিজ এলাকা ও বিভাগ পরিস্কার-পরিচ্ছন্নতার প্রতি নির্দেশ প্রদান করা হলো। ভাইরাস ছড়ানোর একটা মাধ্যম হলো নোংরা পরিবেশ। তাই কোনো স্থানে যেনো ময়লা অপরিস্কার না থাকে।

মাদরাসার কোথাও পানি যেনো জমে না থাকে, সেদিকে লক্ষ্য রাখবে। বিশেষ করে মাদরাসার পরিচ্ছন্নতাকর্মীরা সবসময় সতর্ক থাকবে। কোনো রুমের মধ্যে ময়লা কাপড় জমিয়ে না রাখার প্রতিও আহ্বান করা হয়। রুটির টুকরা, বেচে যাওয়া খাবার এদিক সেদিক ফেলতেও নিষেধ করা হয়েছে।

এদিকে প্রাণঘাতি করোনা ভাইরাস থেকে বাঁচতে তাওবা করে আল্লাহর পথে ফিরে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী রহ.-এর খলীফা শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

তিনি বলেন, পৃথিবীর অন্যান্য দেশ থেকে অনেক বেশি অরক্ষিত এবং অস্বাস্থকর আমাদের বাংলাদেশ। এখানে যদি করোনাভাইরাস আসে, তাহলে এর সংক্রমণে চীনের চেয়েও ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে। কি যে মহামারী আকার ধারণ করবে, তা আমরা কল্পনাও করতে পারবো না। তাই এই মরণব্যাধি রোগ থেকে বাঁচতে সবধরনের গুনাহ থেকে তাওবা করে আল্লাহর রাহে ফিরে আসতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *