পাথেয় রিপোর্ট : ফিদায়ে মিল্লাত সাইয়্যিদ আসআদ মাদানী রহ.-এর খলিফা শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ প্রতিষ্ঠিত বেফাকুল মাদারিসিদ্দীনিয়্যা বাংলাদেশ তথা জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষা বোর্ড বাংলাদেশ-এর ৩য় কেন্দ্রীয় পরীক্ষা-১৪৪০হি./২০১৯ঈ.-এর ফলাফল ২৬ মে রোববার প্রকাশ করা হবে বলে জানা গেছে।
বোর্ডের মহাসচিব ও জামিআ এদারাতুল মাআরিফের প্রিন্সিপাল মুফতি মুহাম্মদ আলী পাথেয় টোয়েন্টিফোরকে এ খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, আল্লাহর মেহেরবানীতে পরীক্ষার খাতাপত্র নিরীক্ষণ শেষে আমরা প্রস্তুত। রোববার ইনশাআল্লাহ ফল ঘোষণা করা হবে।
শুক্রবার (২৪ মে) বেফাকুল মাদারিসিদ্দীনিয়া বাংলাদেশ এর পরীক্ষা নিয়ন্ত্রক মুফতী সাইফুল ইসলাম পাথেয় টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এবারও সুন্দরভাবে জাতীয় বেফাকের শিক্ষার্থীদের খাতা দেখা শেষ হয়েছে। আমরা আশা করছি যথসময়ে ফল ঘোষণা করবেন বোর্ডের মহাসচিব মহোদয়।
উল্লেখ, ৮ এপ্রিল সোমবার থেকে শুরু হয়ে ১৬ এপ্রিল মঙ্গলবার পর্যন্ত সারাদেশে ‘বেফাকুল মাদারিসিদ্দীনিয়্যা বাংলাদেশ’-এর অধীনে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।